odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 16th November 2025, ১৬th November ২০২৫

ট্রাম্প হাসপাতালে ॥ প্রচারণার মাঠে এখন বাইডেন একা

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৪ October ২০২০ ০৫:৫৫

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৪ October ২০২০ ০৫:৫৫

 

গ্রান্ড র‌্যাপিডস (যুক্তরাষ্ট্র), ৩ অক্টোবর, ২০২০ : করোনা ভাইরাস নিয়ে অতি সতর্কতার কারণে মাসের পর মাস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী জো বাইডেনকে বিদ্রুপ করে আসছিলেন। কিন্তু নির্বাচনের আর অল্পদিন বাকি থাকতে ট্রাম্প করোনায় আক্রান্ত হওয়ায় প্রচারণার মাঠে এখন কেবল বাইডেনই থাকছেন।
তবে ট্রাম্পের করোনায় আক্রান্ত হওয়ায় তা হোয়াইট হাউসের দৌড়ে কতোটা প্রভাব ফেলবে এতো তাড়াতাড়ি সেটা বলা সম্ভব নয়।
গত মঙ্গলবার উভয় প্রতিদ্বন্দ্বীর মধ্যে প্রথম টেলিভিশন বিতর্ক অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে প্রেসিডেন্ট ট্রাম্প টিটকারী করে বলেছিলেন, বাইডেন সম্ভবত ২শ’ ফুট দূর থেকে কথা বলবেন। আর মুখে পরে থাকবেন আমার এ যাবত দেখা সবচেয়ে বড়ো মাস্ক।
যুক্তরাষ্ট্রে করোনা শুরুর প্রথম মাসগুলোতে বাইডেন দেলওয়ারে তার বাড়িতেই আইসোলেশানে ছিলেন। ওই সময়ে ট্রাম্প জো বাইডেনকে ‘স্লিপি জো’ বলে তিরস্কার শুরু করেন। তিনি আরো বলেন, বাইডেন তার বেসমেন্টেই লুকিয়ে আছেন। কিন্তু শুক্রবার করোনা পজিটিভ ধরা পড়ার পর ট্রাম্প প্রথমে নিজ বাসস্থানে পরে এখন হাসপাতালে আইসোলেশানে থাকতে বাধ্য হচ্ছেন।
এদিকে বাইডেন ঘোষণা দিয়েছেন তার করোনা নেগেটিভ এবং তিনি প্রচারণার উদ্দেশ্যে মিশিগান রয়েছেন।
গ্রান্ড র‌্যাপিডস এ পৌঁছার পর এক বক্তব্যে বাইডেন বলেন, এটি কোন রাজনীতির বিষয় নয়। আমাদের ভাইরাসটিকে গুরুত্বের সঙ্গে নিতে হবে। এটি নিজে নিজেই দূর হবে না।
উল্লেখ্য, ট্রাম্প বারবারই বলেছেন, করোনা ভাইরাস এমনিতেই চলে যাবে।
এছাড়া বাইডেন জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, মাস্ক পরুন, হাত ধোন এবং সামাজিক দূরত্ব বজায় রাখুন। বাইডেন কখনই তার প্রতিদ্বন্দ্বীর সরাসরি সমালোচনা করেননি। বরং তার প্রতি উষ্ণ শুভেচ্ছা জানিয়েই তার বক্তব্য শেষ করেন।
এদিকে তার প্রচারণা দল বলছে, শুক্রবার ট্রাম্পের বিরুদ্ধে প্রচারের জন্য থাকা সকল নেতিবাচক বক্তব্য তারা সরিয়ে নিয়েছে। ট্রাম্পের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর এ সিদ্ধান্ত নেয়া হয়।
এদিকে ট্রাম্প ও বাইডেনের মধ্যে পরবর্তী বিতর্ক ১৫ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কিন্তু এটি আদৌ অনুষ্ঠিত হবে কিনা তা এখনও স্পষ্ট নয়।



আপনার মূল্যবান মতামত দিন: