odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

শরীরই সেরা সম্পদ, তাকে ভালবাসার বার্তা সুস্মিতার !

Admin 1 | প্রকাশিত: ৯ May ২০১৭ ২৩:১৭

Admin 1
প্রকাশিত: ৯ May ২০১৭ ২৩:১৭

বলিউডে ‘দস্তক’ দিয়েছিলেন তিনি। কাজ করেছেন শাহরুখ-সালমানের সঙ্গেও। তবে হিটের সংখ্যা খুব একটা বেশি নয়। অবশ্য হিটের তোয়াক্কা না তিনি করেছেন, না তার গ্ল্যামার। সিনেমার সঙ্গে এখন আর জড়িয়ে না থাকলেও সোস্যাল মিডিয়ায় তার গ্ল্যামার কোশেন্ট হামেশা উপরের সারিতেই থেকেছে। বিন্দাস সুস্মিতা সেনও সোস্যাল মিডিয়ায় সদা সক্রিয়। তার উপস্থিতি হামেশাই নজর কাড়ে অনুরাগীদের। তাদের জন্যই এবার ইনস্টাগ্রামে নয়া অবতারে হাজির প্রাক্তন বিশ্বসুন্দরী।

চল্লিশ পেরিয়ে গিয়েছেন। কিন্তু লাস্যে এখনো অনেক বলিউড সুন্দরীকেই পিছনে ফেলে দেবেন এই বাঙালির সুন্দরী। শর্ট ব্ল্যাক ড্রেসে যেন সেই বার্তাই দিলেন অভিনেত্রী। নিচে ক্যাপশনে মহিলাদের একটি পরামর্শও দিয়েছেন সুস্মিতা। সকলকে বলেছেন, হামেশা নিজের শরীরকে ভালোবাসবেন। এটাই আপনার জীবনের সেরা পাওনা। যে কোনও সাইজেই আপনি পারফেক্ট। সুস্থ শরীর নিয়ে বাঁচুন। আর কাউকে অনুমতি দেবেন না আপনার সম্পর্কে কথা বলতে। পরে আরও একটি ছবি দিয়ে সুস্মিতা বলেন, সঠিক অ্যাটিচিউডই জীবনের পথকে আরও মসৃণ করে।

নিজের জীবনেও ঠিক তেমনটাই করেছেন সুস্মিতা। দুই মেয়ে রেনে ও আলিশাকে বড় করে তুলছেন এই আদর্শেই। ইনস্টাগ্রামেই মেলে সেই নমুনা। কিছুদিন আগেই ভাইরাল হয়েছিল আলিশার সঙ্গে সুস্মিতার একটি নাচের ভিডিও। মা ও মেয়ে নেচেছিল এড শিরানের জনপ্রিয় গান ‘শেপ অফ ইউ’র তালে।



আপনার মূল্যবান মতামত দিন: