odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 16th November 2025, ১৬th November ২০২৫

ট্রাম্প আগের চেয়ে ভালো ॥ তবে শঙ্কামুক্ত নন

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৫ October ২০২০ ০২:৫৯

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৫ October ২০২০ ০২:৫৯

 

ওয়াশিংটন, ৪ অক্টোবর, ২০২০: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শারিরীক অবস্থা আগর চেয়ে ভালো। তবে হোয়াইট হাউসের ডাক্তার বলেছেন, তিনি বিপদমুক্ত নন।
এদিকে শনিবার ট্রাম্প হাসপাতাল থেকে পোস্ট করা এক ভিডিওতে তার শারিরীক অবস্থার উন্নতির কথা জানিয়েছেন। তিনি শিগগীরই প্রচারণার মাঠে ফিরবেন বলেও আশা করেন।
তবে তিনি এও স্বীকার করেন, আগামী কয়েকদিন হবে খুবই কঠিন সময় এবং এ সময়টাই হবে আসল পরীক্ষা।
ওয়াশিংটনের কাছে ওয়ালটার রিড মিলিটারি মেডিক্যাল সেন্টার থেকে ট্রাম্প আরো বলেছেন, ভালো বোধ করিনি বলেই এখানে এসেছি। এখন অনেক ভালো আছি।
তিনি আরো বলেন, আমাকে সুস্থ করতে সকলে প্রাণান্ত চেষ্টা করে যাচ্ছেন। আমি মনে করি শিগগীরই প্রচারণার কাজে ফিরে যেতে পারবো। যেভাবে শুরু করেছিলাম সেভাবেই শেষ করতে পারবো।
কিন্তু শনিবার রাতে হোয়াইট হাউসের ডাক্তার সিন কনলে বলেন, ট্রাম্প এখনও বিপদমুক্ত নন। তবে ডাক্তাররা সতর্ক আশাবাদ ব্যক্ত করেছেন।
এদিকে অপর ডাক্তার সিন ডুলে বলেছেন, প্রেসিডেন্টের হার্ট, কিডনি ও লিভার স্বাভাবিক আছে।
হাসপাতালে নেয়ার আগে হোয়াইট হাউসে ট্রাম্পকে অক্সিজেন দিতে হয়েছিল বলে বিভিন্ন মার্কিন সংবাদ মাধ্যমে যে সংবাদ প্রকাশিত হয়েছে তার ভিত্তিতে কনলে বলেন, হাসপাতাল কিংবা অন্যত্র কোথাও ট্রাম্পকে অক্সিজেন দিতে হয়নি।
উল্লেখ্য, বৃহস্পতিবার ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়ার শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়।



আপনার মূল্যবান মতামত দিন: