odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 16th November 2025, ১৬th November ২০২৫

মেক্সিকো-যুক্তরাষ্ট্র সীমান্তে জো বাইডেনের বিজয় উদযাপন করেছে অভিবাসীরা

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৯ November ২০২০ ০৫:৫৪

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৯ November ২০২০ ০৫:৫৪

 

তিজুয়ানা (মেক্সিকো), ৮ নভেম্বর, ২০২০  : মেক্সিকো-যুক্তরাষ্ট্র সীমান্তে অভিবাসীরা শনিবার পতাকা উড়িয়ে প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের বিজয়কে স্বাগত জানিয়েছে এবং আশা ব্যক্ত করেছেন যে, ডোনাল্ড ট্রাম্পের পরাজয় মানবাধিকারের প্রতি আরো বৃহত্তর সম্মান বয়ে নিয়ে আসবে।
ক্যালিফোর্নিয়ার সানদিয়াগো সীমান্তের কাছে তিজুয়ানা আশ্রয় কেন্দ্রের অভিবাসী পাস্তর গুস্তাভো বান্দা বলেন, ‘আমরা বাইডেনের বিজয়কে অভিনন্দন জানাচ্ছি এবং ডোনাল্ড ট্রাম্পকে বিদায় জানাচ্ছি।’
তিনি এএফপিকে বলেন, ‘আমরা আশা করছি যে, এই নতুন প্রেসিডেন্ট সত্যিকার অর্থে মানবাধিকারকে সম্মান জানাবেন।’
বান্দা আশাবাদ ব্যক্ত করেন, বাইডেন হোয়াইট হাউসে যাওয়ার পরে অবৈধভাবে আমেরিকায় প্রবেশকারী পরিবারগুলো থেকে শিশুদের আলাদা করে যুক্তরাষ্ট্রের আটক কেন্দ্রে রাখা বন্দী দশার অবসান ঘটবে।
ট্রাম্প ২০১৬ সালে তার নির্বাচনী প্রচারণায় মেক্সিকোর অভিবাসীদের ‘ধর্ষক’ এবং মাদকপাচারকারী হিসেবে আখ্যায়িত করে তাদের অভিবাসন নিষিদ্ধ করেন এবং মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের ঘোষণা দেন।



আপনার মূল্যবান মতামত দিন: