odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 24th January 2026, ২৪th January ২০২৬
পাকিস্তানের গোলায়

প্রাণ গেলো ৩ সেনাসহ ৬ ভারতীয়ের

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৪ November ২০২০ ০০:৪৬

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৪ November ২০২০ ০০:৪৬

পাকিস্তানের গোলায় প্রাণ গেলো ৩ সেনাসহ ৬ ভারতীয়ের

জম্মু ও কাশ্মীরের বারমুল্লা জেলায় পাকিস্তানি সামরিক বাহিনীর গোলায় তিন সেনা জওয়ান ও তিনজন বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) যুদ্ধবিরতি লঙ্ঘন করে বারমুল্লা সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানি সেনাবাহিনী কামানের গোলা নিক্ষেপ করে বলে সেনা কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে এনডিটিভি।

ভারতীয় সেনা সূত্র জানায়, পাকিস্তানি বাহিনীর ভারী গোলার আঘাতে দুই সেনা জওয়ান এবং ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) এক কর্মকর্তা নিহত হয়েছেন। ওই এলাকার তিনজন বেসামরিক নাগরিক মারা যান এবং একজন গুরুতর আহত হন।

পৃথক স্থানে পুঞ্জ জেলার সাউজিয়ানে গোলাগুলিতে সাত নাগরিক আহত হয়েছেন।

ভারতীয় সেনাবাহিনী হামলার কড়া জবাব দিয়েছে এবং পাকিস্তানি বাহিনীর একাধিক সেনা হতাহত হয়েছেন বলে জানিয়েছে সেনাবাহিনী সূত্র।



আপনার মূল্যবান মতামত দিন: