odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 16th November 2025, ১৬th November ২০২৫

ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া বিলম্বিত হলে ‘আরো মানুষের মৃত্যু হতে পারে’ : বাইডেন

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৮ November ২০২০ ০১:৫৭

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৮ November ২০২০ ০১:৫৭

 

 

উইলমিংটন, ১৭ নভেম্বর, ২০২০ : হোয়াইট হাউসের ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ার বিষয়ে সহযোগিতার ক্ষেত্রে এখন পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের অস্বীকৃতির ব্যাপারে যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার হতাশা ব্যক্ত করে বলেছেন, মহামারি করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে দ্রুত সহযোগিতা না করলে ‘আরো মানুষের মৃত্যু হতে পারে।’ খবর এএফপি’র।
স্বাভাবিক ক্ষমতা হস্তান্তরে ট্রাম্পের অস্বীকৃতির কারণে বড় ধরনের হুমকি সৃষ্টি করছে কিনা জানতে চাইলে বাইডেন উইলমিংটনে সাংবাদিকদের বলেন, যত দ্রুত সম্ভব আমেরিকার নাগরিকদের কাছে করোনাভাইরাসের ভ্যাকসিন বিতরণের মতো বিভিন্ন বিষয় ‘আমরা সমন্বয় করতে না পারলে আরো মানুষের প্রাণহানি ঘটতে পারে।’
বাইডেন বলেন, ‘ওই পরিকল্পনা শুরু করতে আমাদের ২০ জানুয়ারি (অভিষেক দিন) পর্যন্ত অপেক্ষা করতে হলে সেটি করতে আমাদের এক থেকে দেড় মাস সময় লেগে যেতে পারে। সুতরাং এক্ষেত্রে এখনই কাজের সমন্বয় করা জরুরি যাতে দ্রুত আমরা ওই পরিকল্পনার কাজ শেষ করে ফেলতে পারি।’



আপনার মূল্যবান মতামত দিন: