odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 16th November 2025, ১৬th November ২০২৫

ইরাকে আইএস-এর গুলিতে নিরাপত্তা কর্মী ও বেসামরিক নাগরিকসহ নিহত ৯ : পুলিশ

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৩ November ২০২০ ০২:২৬

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৩ November ২০২০ ০২:২৬

 

সামারা, (ইরাক), ২২ নভেম্বর, ২০২০ : বাগদাদের উত্তরে ইসলামিক স্টেট গ্রুপ শনিবার হামলা চালিয়ে ছয় ইরাকি নিরাপত্তা কর্মী ও তিন বেসামরিক নাগরিককে হত্যা করেছে। পুলিশ ও এক স্থানীয় কর্মকর্তা এ কথা জানায়। খবর এএফপি’র।
পুলিশের একটি সূত্র জানিয়েছে, রাস্তার ধারে পুতে রাখা এক বোমার সঙ্গে একটি গাড়ির ধাক্কা লাগে এবং পুলিশ ও সেনা-সংযুক্ত সামরিক বাহিনীর একটি উদ্ধারকারী দল রাজধানী থেকে প্রায় ২০০ কিলোমিটার (১২০ মাইল) দূরের ওই ঘটনাস্থলে পৌঁছলে জিহাদিরা তাদের ওপর গুলি চালায়।
তিকরিত শহর থেকে ৫০ কিলোমিটার দূরে জুইয়ার মেয়র মোহাম্মদ জিদান এএফপিকে বলেন, তিনজন বেসামরিক নাগরিকসহ হাশেদ আল-শাবির চার সদস্য ও দুই পুলিশ ঘটনায় নিহত হয়েছে।
হামলাকারীদের মধ্যে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের জানা যায়নি। তবে জিদান জানান, শিয়া প্রধান কোয়ালিশন বাহিনী হাশেদের মধ্যে নিহতরা সুন্নি উপজাতির।
যদিও তাৎক্ষণিকভাবে এ ঘটনার জন্য কাউকে দায়ী করা হয়নি, তবে, মেয়র ও পুলিশ উভয়ই বলেছেন, হামলাটি ইসলামিক স্টেট (আইএস)-এর জিহাদিদেরই কাজ।



আপনার মূল্যবান মতামত দিন: