odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

মেয়ের আত্মহত্যার ঝুলন্ত মরদেহ দেখে বাবার মৃত্যু

amaderodhikarpatra@gmail.com | প্রকাশিত: ১৩ January ২০২১ ০৪:৪৭

amaderodhikarpatra@gmail.com
প্রকাশিত: ১৩ January ২০২১ ০৪:৪৭

 

মেয়ের আত্মহত্যার ঝুলন্ত মরদেহ দেখে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে বাবার মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১২ জানুয়ারি) কুষ্টিয়ার মিরপুরে মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে। কুষ্টিয়ার মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আত্মহত্যা করা মেয়ের নাম সান্ত্বনা। বয়স ২০ বছর। আর বাবার নাম মোস্তফা। বয়স ৪০।

স্থানীয় সূত্রে জানা যায়, স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় দেড় বছর ধরে শান্ত্বনা তার চার বছর বয়সী ছেলেকে নিয়ে বাবার বাড়িতে থাকতেন। মঙ্গলবার সকালে মায়ের সঙ্গে তার ঝগড়া হয়। ঝগড়ার পর একটা সময় শান্ত্বনা নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

বাবা মোস্তফা মেয়ের ঝুলন্ত মরদেহ দেখে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে মারা যান। বাবা-মেয়ের এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আত্মহত্যা করা মেয়ে ও হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে মারা যাওয়া বাবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: