odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

শিক্ষকদের সারাজীবন একই পদে চাকরি করতে হবে না: গণশিক্ষা প্রতিমন্ত্রী

A.I Amir | প্রকাশিত: ১৪ January ২০২১ ১৩:২২

A.I Amir
প্রকাশিত: ১৪ January ২০২১ ১৩:২২

বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পদোন্নতি সবচেয়ে ধীর গতিতে হয়ে থাকে। কেউ কেউ পুরো জীবদ্দশায় একবার পদোন্নতি পান। শিক্ষকদের পদোন্নতির এই অচলবস্থার অবসান ঘটানোর আশ্বাস দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। তিনি জানিয়েছেন বলেছেন, প্রাথমিক শিক্ষকদের আর সারা জীবন একই পদে চাকরি করতে হবে না। তাদের পদোন্নতির সুযোগ সৃষ্টি করা হচ্ছে।

বুধবার (১৩ জানুয়ারি) তিনি বলেছেন, দক্ষ মানবসম্পদই পারে উন্নত ও সমৃদ্ধ জাতি গঠন করতে। আর সুশিক্ষিত দক্ষ মানবসম্পদ গড়ার কারিগর হলো শিক্ষক সমাজ। শিক্ষকদের দক্ষ করে গড়ে তোলার জন্য সরকার দেশ-বিদেশের বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করেছে। এ ছাড়া তাদের সামাজিক মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে পদোন্নতিসহ উন্নত বেতন স্কেল দেয়া হয়েছে। প্রাথমিক শিক্ষকদের আর সারাজীবন একই পদে চাকরি করতে হবে না। তাদের পদোন্নতির সুযোগ সৃষ্টি করা হচ্ছে। এ ব্যাপারে নিয়োগ বিধিমালা সংশোধন চূড়ান্ত পর্যায়ে রয়েছ। যা অচিরেই অনুমোদন পাবে।’

তিনি আরও বলেন, ‘বর্তমান সরকার ঘোষিত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার মূল চালিকা শক্তি আজকের শিশুরা। তাদেরকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব নিতে হবে শিক্ষকদের। শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের ভূমিকা হবে নিজ সন্তানের মতো।’



আপনার মূল্যবান মতামত দিন: