odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 13th November 2025, ১৩th November ২০২৫
ছাত্রীর রহস্যজনক মৃত্যু

রাজধানীতে বিশ্ববিদ্যালয় ছাত্রীর রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৭ February ২০২১ ১৫:৪২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ February ২০২১ ১৫:৪২

নিজস্ব প্রতিবেদক

 

রাজধানীর ধানমন্ডি আবাসিক এলাকার একটি ভবনের ছাদ থেকে পড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যুর হয়েছে। 

শুক্রবার (ফেব্রুয়ারি) রাতে এ ঘটনাটি ঘটে।

রাত ১২ টা পর্যন্ত তার মরদেহ একটি বেসরকারী হাসপাতালে ছিল। নিহত শিক্ষার্থী মালয়েশিয়ার এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করত।

মেয়েটির পরিবার বলছে একই বিল্ডিং এর অন্য একটি ফ্ল্যাটে থাকা মালিকের ছেলে ও তার বন্ধুর বিভিন্ন সময় মেয়েটিকে উত্ত্যক্ত করতো ।

বিষয়টি নিয়ে কলাবাগান থানার উপ-পরিদর্শক জিয়াউর রহমান বলেন, শুক্রবার রাতে ধানমন্ডি ৮ নম্বর রোডের একটি বাসার ছাদ থেকে পরে এক তরুণীর মৃত্যু হয়েছে।

নিহতের মরদেহ গ্রীনরোডের গ্রীনলাইফ হাসপাতেল আছে। মৃত্যুর সঠিক কারণ প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ নিয়ে কাজ করছে পুলিশ।

নিহত শিক্ষার্থীর পরিবারের সদস্যরা বলছেন, ভিকটিম তরুণী মালয়েশিয়ার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করত। করোনার সময় সে দেশে এসেছিল। দেশে আসার পর থেকেই একই বিল্ডিং এর অন্য একটি ফ্ল্যাটের এক যুবক তাকে বিভিন্ন সময় উত্ত্যক্ত করতো। 

এই বিষয়ে ছেলেটির পরিবারকে একাধিকবার জানানো হয়েছে। কিন্ত প্রতিকার পাওয়া যায়নি। ছাদ থেকে পড়ে যাওয়ার সঙ্গে এই ঘটনার কোন সর্ম্পক আছে কিনা সেটিও নিশ্চিত না।

শহীদুল/



আপনার মূল্যবান মতামত দিন: