odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

বাঘায় করোনায় স্কুলশিক্ষকের মৃত্যু

Biplob | প্রকাশিত: ৩ August ২০২১ ০৭:১২

Biplob
প্রকাশিত: ৩ August ২০২১ ০৭:১২

সৌমেন মন্ডল, রাজশাহী ব্যুরোঃ রাজশাহীর বাঘায় করোনায় আক্রান্ত হয়ে আব্দুল্লাহ আল মামুন (৩৫) নামে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। রোববার রাত ১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।
 
নিহত স্কুলশিক্ষক মীরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও উপজেলার মহদিপুর গ্রামের মৃত মোকাররম হোসেনের ছেলে।
 
জানা যায়, আব্দুল্লাহ আল মামুন গত ১ জুলাই করোনা উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন। তার স্ত্রী ও দুই মেয়ে রয়েছে। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
 
শিক্ষকের মৃত্যুতে উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট লায়েব উদ্দিন লাভলু, বাঘা পৌরসভার সাবেক মেয়র আক্কাস আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
 
এ বিষয়ে মীরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন নাহার জানান, আব্দুল্লাহ আল মামুন একজন গুণী শিক্ষক ছিলেন। তার অকাল মৃত্যুতে স্কুলের অপূরণীয় ক্ষতি হয়েছে।


আপনার মূল্যবান মতামত দিন: