odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 16th November 2025, ১৬th November ২০২৫

ভারতে প্রতিরক্ষা প্রধানকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত

amaderodhikarpatra@gmail.com | প্রকাশিত: ৯ December ২০২১ ১০:০৪

amaderodhikarpatra@gmail.com
প্রকাশিত: ৯ December ২০২১ ১০:০৪

 

নয়াদিল্লী, ৮ ডিসেম্বর, ২০২১  :

 কপ্টার ক্র্যাশের বিস্তারিত বর্ণনা প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। প্রতিবেদনে বলা হয়, দিল্লি থেকে খুব সকালের একটি ফ্লাইট ধরে তামিলনাড়ুর সুলুরে পৌঁছান জেনারেল ও তার স্ত্রী। সেখান থেকে ওয়েলিংটনের ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজে যাচ্ছিলেন বিপিন রাওয়াত। মোট ১৪ জন ছিল কপ্টারে।

নামার জায়গা থেকে ১০ কিলোমিটার দূরে থাকতে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। তখন ঘড়িতে ভারতীয় সময় দুপুর ১২টা ২০। কুয়াশা থাকায় একদম নিচু দিয়ে উড়ছিল কপ্টারটি। হঠাৎই গাছপালাপূর্ণ একটি উপত্যকায় বিধ্বস্ত হয় এটি। মাটিতে পড়ার আগেই কপ্টারের সব জায়গায় আগুন ছড়িয়ে যায়। এই দুর্ঘটনা থেকে একমাত্র যাত্রী হিসেবে প্রাণে বেঁচেছেন গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং



আপনার মূল্যবান মতামত দিন: