odhikarpatra@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ২ অক্টোবর ২০২৫, ১৬ আশ্বিন ১৪৩২

অস্ট্রেলিয়ার বাউন্সি ক্যাসেল ট্র্যাজেডির ঘটনায় ষষ্ঠ শিশুর প্রাণহানি

amaderodhikarpatra@gmail.com | প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২১ ০৯:৪৯

amaderodhikarpatra@gmail.com
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২১ ০৯:৪৯

 

সিডনি, ১৯ ডিসেম্বর, ২০২১ : অস্ট্রেলিয়ার বাউন্সি ক্যাসেল ট্র্যাজেডির ঘটনায় আহত ষষ্ঠ শিশুর প্রাণহানি ঘটেছে। রোববার পুলিশ জানায়, ১১ বছর বয়সী শিশুটি হাসপাতালে মারা গেছে। দুর্ঘটনার তিন দিন পর শিশুটির প্রাণহানি ঘটলো।
তাসমানিয়ার পুলিশ কমিশনার ড্যারেন হাইন বলেন "দু:খভারাক্রান্ত হৃদয়ে আমি জানাচ্ছি যে, আজ বিকেলে হাসপাতালে চিকিৎসাধীন ১১ বছর বয়সী ছেলেটির মৃত্যু হয়েছে।” খবর এএফপি’র।
তাসমানিয়া প্রদেশের উত্তরাঞ্চলীয় ডেভেনপোর্ট শহরে একটি প্রাইমারি স্কুলে অনুষ্ঠান চলাকালে প্রচন্ড বাতাসে একটি বাউন্সি ক্যাসল আকাশের দিকে উড়ে গেলে ক্যাসল  থেকে ১০ মিটার উচ্চতা থেকে পড়ে গিয়ে ১২ বছর বয়সী ৩ টি ছেলে এবং ১১ ও ১২ বছর বয়সী দুটি  মেয়েসহ ৫ শিশুর মৃত্যু হয়।
রাজ্যের রাজধানী হোবার্টের এক হাসপাতালে আরও দুই শিশু আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। আরেকটি শিশু বাড়িতে সুস্থ হয়ে উঠছে।
মর্মান্তিক এ ঘটনায় স্থানীয় সম্প্রদায় ও অস্ট্রেলিয়ায় শোকের ছায়া ফেলেছে।



আপনার মূল্যবান মতামত দিন: