odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

মেহেরপুরে হবে ‘মুজিবনগর বিশ্ববিদ্যালয়’

| প্রকাশিত: ২৯ March ২০২২ ০৫:০৫


প্রকাশিত: ২৯ March ২০২২ ০৫:০৫

মেহেরপুরের মুজিবনগরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য।

মেহেরপুরে ‘মুজিবনগর বিশ্ববিদ্যালয়’ নামে একটি সরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনে আইনের খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (২৮ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে ‘মুজিবনগর বিশ্ববিদ্যালয়, মেহেরপুর আইন-২০২২’ এর খসড়ায় নীতিগত অনুমোদন দেয়া হয়।

পরে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, ‘অন্যান্য বিশ্ববিদ্যালয় আইনের মতো করেই নতুন আইনটি করা হচ্ছে। রাষ্ট্রপতি হবেন বিশ্ববিদ্যালয়ের আচার্য।

‘স্বনামধন্য শিক্ষকদের মধ্য থেকে চার বছরের জন্য একজনকে উপাচার্য এবং দুইজনকে উপ-উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হবে। উপাচার্য এবং উপ-উপাচার্যরা দুই মেয়াদের বেশি ওই দায়িত্বে থাকতে পারবেন না।’

তিনি বলেন, ‘‘বিশ্ববিদ্যালয় প্রয়োজনে আচার্যের অনুমোদন নিয়ে তার স্নাতকদের উদ্যোক্তারূপে বিকাশে কারিগরি ও অন্যান্য সহয়তা দিতে অঙ্গীভূত প্রতিষ্ঠান ‘বিজনেস ইনকিউবেটর’ প্রতিষ্ঠা করতে পারবে।’’

‘এ ছাড়া এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চাইলে প্রফেশনাল কোর্স করতে পারবে। ডিপ্লোমা সার্টিফিকেটসহ যেসব কোর্সের চাহিদা বেশি থাকবে সেসব কোর্স করাতে পারবে।’



আপনার মূল্যবান মতামত দিন: