odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 16th November 2025, ১৬th November ২০২৫

যুক্তরাষ্ট্রে রেস্টুরেন্ট-বারে গোলাগুলিতে নিহত ৬

নিজস্ব প্রতিবেদক   | প্রকাশিত: ৪ April ২০২২ ০৮:৩০

নিজস্ব প্রতিবেদক  
প্রকাশিত: ৪ April ২০২২ ০৮:৩০

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় গোলাগুলিতে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো নয়জন। ক্যালিফোর্নিয়ায় রাজধানী স্যাক্রামেন্টোতে স্থানীয় সময় রোববার ভোরে এ ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

ঐ প্রতিবেদনে বলা হয়,  মানুষের ভিড়ে বোঝাই একটি রেস্টুরেন্ট ও বারে হঠাৎ করে স্বয়ংক্রিয় বন্দুক থেকে গুলি করা হয়। গুলির শব্দে সেখানে উপস্থিতরা রাস্তায় পালিয়ে যান।

স্যাক্রামেন্টো পুলিশ টুইটারে এক বিবৃতিতে জানায়, কর্মকর্তারা অন্তত ১৫ জনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করেছেন। এর মধ্যে ছয়জন নিহত হয়েছেন।

বিবৃতিতে জনগণকে স্যাক্রামেন্টো এলাকা এড়িয়ে চলার আহ্বান জানায় পুলিশ।



আপনার মূল্যবান মতামত দিন: