odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 16th November 2025, ১৬th November ২০২৫

চীনে  দুই বছরের মধ্যে সর্বোচ্চ করোনা শনাক্ত আজ

| প্রকাশিত: ৬ April ২০২২ ২২:৪৯


প্রকাশিত: ৬ April ২০২২ ২২:৪৯

করোনা মহামারি শুরুর পর চীনে দৈনিক সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড হয়েছে। দেশটিতে বুধবার (৬ এপ্রিল) নতুন করে ২০ হাজারের বেশি সংক্রমণ ধরা পড়েছে। দেশটির সাংহাই শহরে লকডাউনের পরও সংক্রমণ বাড়তে থাকায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে। খবর এএফপির।

গত মার্চ পর্যন্ত চীনের বিভিন্ন শহরে লকডাউন জারি, গণহারে টেস্টিং এবং আন্তর্জাতিক ভ্রমণে বিধিনিষেধ জারির মাধ্যমে দেশটিতে সংক্রমণ কিছুটা কম ছিল। কিন্তু নতুন করে আবারও সংক্রমণ বাড়তে শুরু করেছে।

কর্মকর্তারা বলছেন, তারা সাংহাইয়ের কাছে তীব্র সংক্রামক ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত করেছেন।

চীনের ন্যাশনাল হেলথ কমিশন এক বিবৃতিতে বলছে, বুধবার নতুন করে ২০ হাজার ৪৭২ জন করোনায় আক্রান্ত হয়েছে। তবে কেউ মারা যায়নি। আক্রান্তদের অধিকাংশই উপসর্গহীন।

এদিকে চীনের ৮০ শতাংশেরও বেশি সংক্রমণ বৃহত্তম নগরী সাংহাইয়ে হচ্ছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। আড়াই কোটি জনসংখ্যার এ নগরীতে ধাপে ধাপে লকডাউন দেওয়া হচ্ছে। 



আপনার মূল্যবান মতামত দিন: