odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 16th November 2025, ১৬th November ২০২৫

পাকিস্তানের রাজনীতি নাটকীয় মোড় !

 আন্তর্জাতিক ডেস্ক  | প্রকাশিত: ৯ April ২০২২ ০০:৩৯

 আন্তর্জাতিক ডেস্ক 
প্রকাশিত: ৯ April ২০২২ ০০:৩৯

পাকিস্তানের রাজনীতি হঠাৎ নাটকীয় মোড় নিয়েছে। সুপ্রিম কোর্টের এক সিদ্ধান্তে প্রধানমন্ত্রী ইমরান খানের সব পরিকল্পনা ভেস্তে গেছে। উল্লাসের পরিবর্তে পিটিআই শিবিরে ভর করেছে দুশ্চিন্তা।  বিরোধী শিবিরে দেখা দিয়েছে উচ্ছ্বাস।

পার্লামেন্ট পুনর্বহালে সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত এসেছে। প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে খারিজ হয়ে যাওয়া অনাস্থা প্রস্তাবের ওপর ভোট হবে আগামীকাল শনিবার।

অনাস্থা ভোটে ইমরান খানের বিদায় ঘণ্টা বেজে যাবে ধরে নিয়ে সম্ভাব্য নতুন ফেডারেল সরকার গঠনের আলোচনা শেষ করেছে বিরোধী জোট। তারা সম্ভাব্য প্রধানমন্ত্রীও ঠিক করে ফেলেছে। ফেডারেল সরকারে সব বিরোধী দলের প্রতিনিধিত্ব থাকবে বলে সূত্রগুলো নিশ্চিত করেছে। খবর দ্য এক্সপ্রেস টিবিউনের।

সূত্রগুলো বলছে, জাতীয় সরকারের আদলে একটি ফেডারেল সরকার গঠন হবে পাকিস্তানে। যেখানে সব বিরোধী দলের আনুপাতিক হারে প্রতিনিধিত্ব থাকবে।

ফেডারেল সরকার অন্তত ৬ মাস থেকে এক বছর মেয়াদি হবে বলে ধরে নিচ্ছে বিরোধী দলগুলো। এই সময়ের মধ্যে নির্বাচন পদ্ধতির সংস্কার, জবাবদিহি নিশ্চিত করার অন্যান্য গুরুত্বপূর্ণ রেজ্যুলুশন পাশ করতে হবে।

জাতীয় নির্বাচনের আগে নির্বাচনি আসগুলোর সীমা নির্ধারণের পর্যাপ্ত সুযোগ পাবেন নির্বাচন কমিশন।

সূত্রগুলো বলছে, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা শাহবাজ শরিফকে নতুন সরকারের প্রধানমন্ত্রী মনোনীত করেছে বিরোধীরা। শপথ নেওয়ার পর তিনি সম্ভাব্য সরকার ঘোষণা করবেন।



আপনার মূল্যবান মতামত দিন: