odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

অস্ট্রেলিয়ায় আর্জেন্টিনার কাছে হারল ব্রাজিল

Admin 1 | প্রকাশিত: ৯ June ২০১৭ ২১:১৮

Admin 1
প্রকাশিত: ৯ June ২০১৭ ২১:১৮

অস্ট্রেলিয়ায় ‘সুপার ক্লাসিকো’তে ব্রাজিলকে পরাজিত করেছে আর্জেন্টিনা। অস্ট্রেলিয়ার মেলবোর্নে চিরপ্রতিদ্বন্দ্বী প্রতিবেশী দলটিকে ১-০ গোলে হারিয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে সক্ষম হল আর্জেন্টাইন দলটি।
৯৫হাজার দর্শকের উপস্থিতিতে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হাই ভোল্টেজ এ ম্যাচে শীর্ষ র‌্যাংকধারীদের বিপক্ষে আর্জেন্টিনার পক্ষে জয়সূচক একমাত্র গোলটি করেছেন সেভিয়া ডিফেন্ডার গাব্রিয়েল মার্কাডো । বিশ্বকাপের বাছাইপর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে ব্রাজিল ইতোমধ্যে রাশিয়ার টিকিট নিশ্চিত করলেও পয়েন্ট টেবিলের ৫ম অবস্থানে থাকার কারণে এখনো সরাসরি বিশ্বকাপে খেলার নিশ্চয়তা অর্জন করতে পারেনি দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নর আর্জেন্টিনা। কারণ বিশ্বকাপে সরাসরি অংশগ্রহন নিশ্চিত করতে হলে তাদেরকে অন্তত পক্ষে পয়েন্ট টেবিলের শীর্ষ চারে থেকে বাছাইপর্ব শেষ করতে হবে। ৫ম স্থানধারী দলকে বিশ্বকাপের টিকিট পাওয়ার জন্য খেলতে হবে প্লে-অফ ম্যাচ। বাছাইপর্বে আর্জেন্টিনার হাতে অবশ্য এখনো চারটি ম্যাচ বাকী রয়েছে।
বিশ্বের দ্বিতীয় র‌্যাংকধারী আর্জেন্টিনা আগামী সপ্তায় সিঙ্গাপুরে আরো একটি প্রীতি ম্যাচ খেলবে। এরপর ৩১ আগস্ট মন্টেভিডিওতে বছাইপার্বের গুরুত্বপূর্ণ ম্যাচে উরুগুয়ের মোকাবেলা করবে লিওনেল মেসির দল।
আর্জেন্টাইন দলের কোচের দায়িত্ব গ্রহনের পর জর্জ সাম্পাওলির প্রথম এই ম্যাচে বিরতিতে যাবার আগেই গোল করে তাকে নির্ভার করে দেন গাব্রিয়েল। দ্বিতীয়ার্ধে অবশ্য গোল পরিশোধে মরিয়া ব্রাজিলের গাব্রিয়েল জেসুস ও উইলয়ানের জোড়ালো প্রচেষ্টা বাঁধাগ্রস্ত হয়েছে আর্জেন্টিনার গোলপোস্টে।
এ সময় ব্রাজিল রক্ষণভাগকে আতংকের মধ্যে রেখেছেন আর্জেন্টিনার অধিনায়ক বার্সেলোনা সুপার স্টার লিওনেল মেসি। তবে কোন গোল আদায় করতে পারেননি ৫ বারের বিশ্বসেরার খেতাব জয়ী এই প্লে-মেকার



আপনার মূল্যবান মতামত দিন: