odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

আজ থেকে শুরু  অর্ধবার্ষিক বিভাগীয় পরীক্ষা

| প্রকাশিত: ১৫ April ২০২২ ১৫:০৮


প্রকাশিত: ১৫ April ২০২২ ১৫:০৮

বিসিএস ক্যাডার ও প্রথম শ্রেণীর নবীন কর্মকর্তাদের শুরু হলো অর্ধবার্ষিক বিভাগীয় পরীক্ষা। আজ  শুক্রবার সকাল ৯ টা থেকে  ১২ টা পর্যন্ত পরিক্ষার মধ্য দিয়ে এই পরিক্ষা আরম্ভ হতে যাচ্ছে। যা চলবে আগামী ২৭ এপ্রিল পর্যন্ত। গত ৬ এপ্রিল  বাংলাদেশ কর্ম কমিশন সচিবালয়ের পরিচালক(উপসচিব) মো.হেদায়েতুল ইসলাম মন্ডল সাক্ষরিত বিজ্ঞপ্তির সময় সূচি অনুযায়ী এ পরিক্ষা আরম্ভ হতে যাচ্ছে।

প্রতিবছর জুন ও ডিসেম্বর মাসে বিভাগীয় পরীক্ষা অনুষ্ঠিত হয়। কিন্তু করোনা অতিমারির কারণে এই পরীক্ষাটি গত বছরের ডিসেম্বরে  অনুষ্ঠিত হয়নি। তাই  দেরিতে  এই এপ্রিলে অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন সচিবালয় এই পরীক্ষা নিয়ে থাকে। পাবলিক সার্ভিস কমিশনের ওয়েব সাইটে প্রকাশিত যোগ্য প্রার্থীদের তালিকা সূত্রে জানা যায় এবার ৪৯০০ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

বিসিএস ক্যাডার ও প্রথম শ্রেণীর নবীন কর্মকর্তাদের চাকরি স্থায়ী হবার প্রধানতম শর্ত বিভাগীয় পরীক্ষায় পাশ করা। মোট তিনটি পত্রে পরীক্ষা দিতে হয় কেবল পুলিশ ক্যাডারের ক্ষেত্রে চারটি বিষয় পরীক্ষা দিতে হয়। এই পরীক্ষায় পাশ না করলে চাকরি স্থায়ী হবে না, তাই এই পরীক্ষার গুরুত্ব অনেক। কর্মকর্তারাও গুরুত্ব দিয়েই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় এসে তিনদিন ব্যাপী পরীক্ষায় অংশ নেয়। 

 উল্লেখ্য প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হয় এবং অনলাইনে প্রবেশ পত্র সংগ্রহ করতে হয়। এই পরীক্ষার জন্য কোন ধরনের ফি দিতে হয় না অর্থাৎ সরকার খরচ বহন করে।



আপনার মূল্যবান মতামত দিন: