odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 16th November 2025, ১৬th November ২০২৫

দুই দিনের সফরে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

| প্রকাশিত: ২৫ April ২০২২ ১০:১২


প্রকাশিত: ২৫ April ২০২২ ১০:১২

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নয়াদিল্লি সফরের আমন্ত্রণ জানানোর জন্য দুই দিনের সফরে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। চলতি সপ্তাহে জয়শঙ্করের ঢাকায় আসার কথা রয়েছে।

জানায়, বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নয়াদিল্লি সফরের আমন্ত্রণ জানানোর জন্য ঢাকা সফরে আসছেন জয়শঙ্কর।

জানা যায়, এ সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করা ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

চলতি বছরের ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসে বঙ্গবন্ধুকন্যার নয়াদিল্লি সফর নিয়ে আলোচনা ছিলো। তবে শেষ পর্যন্ত তা হয়নি। আশা করা হচ্ছে, শেখ হাসিনা আগামী জুনে নয়াদিল্লি সফর করবেন।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর গত বছরের ৪ মার্চ দ্বিতীয়বার ঢাকা সফর করেন জয়শঙ্কর। ২০১৯ সালে প্রথমবার ঢাকা সফর করেন তিনি। এটি জয়শঙ্করের তৃতীয় ঢাকা সফর হতে যাচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন: