odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 16th November 2025, ১৬th November ২০২৫

ফের ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ

| প্রকাশিত: ২৫ April ২০২২ ২১:১৩


প্রকাশিত: ২৫ April ২০২২ ২১:১৩

 

ইতিহাস গড়ে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে টানা দ্বিতীয়বার বিজয়ের নিশানা উড়ালেন ইমানুয়েল ম্যাক্রোঁ। প্রতিদ্বন্দ্বী ডানপন্থী লা পেনকে হারিয়ে আইফেল টাওয়ারের উচ্ছ্বসিত সমর্থকদের সামনে আবারও ‘সবার জন্য প্রেসিডেন্ট’ হওয়ার প্রতিশ্রুতি দিলেন এই মধ্যপন্থী নেতা। এই জয়ে আরও পাঁচ বছর ক্ষমতায় থাকছেন তিনি।

ফ্রান্সের নাগরিকরা রোববার (২৪ এপ্রিল) প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় ধাপে ভোট প্রয়োগ করেন। প্রতিদ্বন্দ্বী কট্টর ডানপন্থী মেরি লে পেনকে হারিয়ে ২০ বছরের মধ্যে দ্বিতীয় বার জয়ী হয়ে ইতিহাস গড়লেন ম্যাক্রোঁ।

এমানুয়েল ম্যাক্রোঁ পেয়েছেন ৫৮ দশমিক ৫৫ শতাংশ ভোট, অন্যদিকে, তার প্রতিদ্বন্দ্বী মেরি লে পেন পেয়েছেন ৪১ দশমিক ৪৫ শতাংশ ভোট। প্রত্যাশার চেয়ে বেশি ভোট পেয়েছেন ম্যাক্রোঁ। রোববার সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় রাত ৮টায়। এর আগে ১০ এপ্রিল অনুষ্ঠিত ভোটের প্রথম পর্বে ক্ষমতাসীন এমানুয়েল ম্যাক্রোঁ জয় পান।

মধ্যরাতে আইফেল টাওয়ারের পাদদেশে একটি বড় স্ক্রিনে ফলাফল ভেসে ওঠার সঙ্গে সঙ্গেই উল্লাস ছড়িয়ে পড়ে ম্যাক্রোঁ সমর্থকদের মধ্যে। হাজার হাজার মানুষ ফরাসি ও ইউরোপীয় ইউনিয়নের পতাকা নিয়ে উল্লাসে মাতেন। বিপরীত চিত্র দেখা গেছে প্রতিদ্বন্দ্বী মেরিন লা পেন সমর্থকদের শিবিরে। তবে পরাজয় স্বীকার করে নিয়েছেন প্রেসিডেন্ট প্রার্থী লা পেন। ২০১৭ সালেও ইমানুয়েল ম্যাক্রোঁর কাছে পরাজিত হন তিনি।

আবারও প্রেসিডেন্ট পদে জয়ী হওয়ায় এবার ঐক্যের ডাক দিলেন এমানুয়েল ম্যাক্রোঁ। সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রেসিডেন্ট সবার জন্য।

২০০২ সালের পর থেকে কোনো ফরাসি প্রেসিডেন্ট পরপর দুবার নির্বাচিত হননি। ২০১৭ সালে প্রথমবারের মতো ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হন এমানুয়েল ম্যাক্রোঁ। ১৯৬৫ সালে সর্বশেষ প্রেসিডেন্ট হিসেবে ফ্রান্সে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হয়েছিলেন শার্ল দ্য গল। এবার একই তালিকায় নাম লেখালেন ম্যাক্রোঁ। সূত্র : বিবিসি



আপনার মূল্যবান মতামত দিন: