odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

তৃতীয় লিঙ্গের ফুটবলার জার্মানির পুরুষ-মহিলা উভয় দলেই খেলতে পারবে

odhikarpatra | প্রকাশিত: ২৫ June ২০২২ ০৮:১৩

odhikarpatra
প্রকাশিত: ২৫ June ২০২২ ০৮:১৩

রূপান্তরিত, ক্লীব অথবা তৃতীয় লিঙ্গের খেলোয়াড়রা আগামী মৌসুম থেকে নিজেদের পছন্দমতো পুরুষ বা মহিলা ফুটবল দলে খেলতে পারবে। এমন বিধান  করার  ঘোষনা  দয়েছে  জার্মান ফুটবল এসোসিয়েশনের (ডিএফবি)।

এক বিজ্ঞপ্তিতে ডিএফবি জানায়,‘এই রেজুলেশনের ভিত্তিতে পেশাদার বা অপেশাদার ফুটবলে  বৈচিত্র্যপুর্ন বা তৃতীয় লিঙ্গের মানুষ ভবিষ্যতে সিদ্ধান্ত নিতে পারবে তারা পুরুষ দলে খেলবে নাকি নারী দলে।
এই নিয়ম লিঙ্গান্তরিতদের ক্ষেত্রেও প্রয়োজ্য হবে। এখন তারা পছন্দের দলে যেতে পারবে অথবা আগের দলে থাকতে পারবে।



আপনার মূল্যবান মতামত দিন: