odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায়

প্রধানমন্ত্রী মায়ের মতো করে মঞ্চে ডাকলেন পরশ কে

odhikarpatra | প্রকাশিত: ৩১ August ২০২২ ১০:৩৪

odhikarpatra
প্রকাশিত: ৩১ August ২০২২ ১০:৩৪

প্রধানমন্ত্রী মায়ের মতো করে মঞ্চে ডাকলেন পরশ কে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর /দক্ষিন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ১৫ ই আগস্টের নিসঠুরতার স্মৃতি চারন করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে উঠেন তখন বলেন
পরশ, তাপস আছে এখানে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অডিয়েন্সের দিকে তাকিয়ে বলেন পরশ আয়, এই পরশ কে নিয়ে আসো। শেখ পরশ কে তার ছোট ভাই শেখ তাপশ এগিয়ে নিয়ে আসে, পরশ তাপশের গলা জরিয়ে ধরে এক হৃদয় বিদারক দৃশ্য অবতারণা হয় পরশ তার ফুপু শেখ হাসিনার পা ধরে ছালাম করে। শেখ হাসিনা বলেন আজকে বড় হয়ে গেছে পাঁচ বছরের পরশ তিন বছরের তাপশ, বাবা মার লাশ পাশে গুলি খেয়ে পড়ে আছে, দুটি ছেলে চিৎকার করে বলছে বাবা ওঠো ওঠো মা ওঠো ওঠো তারা সারা দেয় নি, আমার ফুপুর কে গুলি করেছে আরো অনেক কেই মেরছে কি নিসঠুর নির্মম ঘটনা ঘটেছে আপনারা একটু ভাবুন কিনতু আমাদের মামলা করার কোন অধিকার ছিল না বলার সময় আবেগ আপ্লুত হয়ে কান্না জরিত কন্ঠে বলেন আপনারা অনেকে আমার মত আপজন হারিয়েছেন পরশ / তাপশ সেসময়ে কোথায়  কিভাবে ছিল কে তাদের আশ্রয় দিয়েছিল আমরা আমাদের সজন হারিয়েছি কিন্তু এ দেশ কি হারিয়েছে এ জাতি কি হারিয়েছে?  যার কারনে বাঙালি জাতীয় সত্তা পেয়েছে।   বাঙালিরা মেধাবী এবং যোগ্যতা থাকা সত্ত্বেও উচ্চ পদস্থ কোন পদ পায় নি যার কারনে পেয়েছে, পাকিস্তানি হানাদার বাহিনী যাকে মারতে পারেনি সেই বাঙালি তা করেছে তারপর প্রধানমন্ত্রী বলেন এখন অনেকেই মানবাধিকার এর কথা বলে আমাদের সময় এ মানবাধিকারের ছিল কই? আমি আর রেহানা বিদেশে থাকার কারনে বেঁচে গেছি আমরা রাস্তায় রাস্তায় হেঁটেছি এদেশে আমাকে আসতে দেয়নি কতটা কস্ট করেছি তা কেবল আমারাই জানি। 



আপনার মূল্যবান মতামত দিন: