odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬

মায়ের ভরণপোষণ না দেওয়ায় ঝিনাইদহে স্ত্রীসহ ছেলে গ্রেফতার

odhikarpatra | প্রকাশিত: ২৮ October ২০২২ ০৪:৫৩

odhikarpatra
প্রকাশিত: ২৮ October ২০২২ ০৪:৫৩

ঝিনাইদহ জেলায় মায়ের ভরণপোষণ না দেওয়ায় সরকারি কর্মকর্তা ছেলে ও তার স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে শহরের ব্যাপারীপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়।

 গ্রেফতারকৃতরা হলো-শহরের ব্যাপারীপাড়ার শহিদুল ইসলামের ছেলে সাইফুল্লাহ ও তার স্ত্রী রুমা খাতুন। সাইফুল্লাহ ঝিনাইদহ প্রাইমারি টিসার্স ট্রেনিং ইন্সটিটিউট (পিটিআই)’র ইন্সট্রাক্টর হিসেবে কর্মরত আছেন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, সাইফুল্লাহ তার মা জহুরা খাতুনের ভরণপোষণ দীর্ঘদিন ধরে দেয় না । কিছু বললে নির্যাতনের হুমকি দিয়ে আসছিল। এ ঘটনায় মা জহুরা খাতুন গত ১৮ অক্টোবর ঝিনাইদহ সদর থানায় অভিযোগ দায়ের করে। পুলিশ অভিযোগের বিষয়টি আদালতে পাঠালে আদালত মামলা নেওয়ার নির্দেশ দেয়। আদালতের নির্দেশে বুধবার থানায় মামলা হলে রাতে অভিযুক্ত ছেলে সাইফুল্লাহ ও তার স্ত্রী রুমা খাতুনকে গ্রেফতার করা হয়। তাদের আজ আদালতে হাজির করা হলে আদালত তাদের জেল হাজতে প্রেরণ করে।



আপনার মূল্যবান মতামত দিন: