odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

সোমালিয়ায় বোমা হামলায় মৃতের সংখ্যা ১০০ জনে উন্নীত

odhikarpatra | প্রকাশিত: ৩১ October ২০২২ ১০:০০

odhikarpatra
প্রকাশিত: ৩১ October ২০২২ ১০:০০

সোমালিয়ার রাজধানী মাগাদিশু’র একটি ব্যস্ত মোড়ে শনিবার বোমা হামলায় নিহতের সংখ্যা ১০০ জনে  পৌঁছেছে। রোববার প্রেসিডেন্ট হাসান শেখ মোহামুদ একথা জানান। ঘটনাস্থল পরিদর্শনের পর তিনি বলেন, ‘এখন পর্যন্ত ১০০ জন নিহত ও ৩০০ জন আহত হয়েছে এবং হতাহতের সংখ্যা বেড়েই চলেছে।’ খবর এএফপি’র।

সোমালিয়ার শিক্ষা মন্ত্রণালয় লক্ষ্য করে  গুলি চালানোর পরপরই বিস্ফোরক ভর্তি দুটি গাড়ি ব্যস্ত জোবে জংশনের কাছে কয়েক মিনিটের ব্যবধানে বিস্ফোরিত হয়। বিকেলের এসব হামলায় আশেপাশের ভবনসমূহের জানালা ছিন্নভিন্ন হয়ে পড়ে এবং বাতাসে ধোঁয়া ও ধুলিকনা উড়তে দেখা যায়।
২০১৭ সালের ১৪ অক্টোবর,  একই ব্যস্ত জংশনে বিস্ফোরক ভর্তি একটি ট্রাক বিস্ফোরণ ঘটালে ওই ঘটনায় ৫১২ জন নিহত ও ২৯০ জনেরও বেশি আহত হয়। জিহাদিরা প্রায় ১৫ বছর ধরে মোগাদিসুতে বিদেশী-সমর্থিত সরকারকে উৎখাত করতে চাইছে। ২০১১ সালে আফ্রিকান ইউনিয়ন বাহিনী রাজধানী থেকে যোদ্ধাদের বিতাড়িত করলেও  দলটি এখনও গ্রামাঞ্চলের বিস্তীর্ণ এলাকা নিয়ন্ত্রণ করে এবং  বেসামরিক ও সামরিক লক্ষ্যবস্তুতে মারাত্মক হামলা চালিয়ে যাচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন: