odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬

কন্ঠশিল্পী আকবর মারা গেছেন

odhikarpatra | প্রকাশিত: ১৪ November ২০২২ ০৭:৫৫

odhikarpatra
প্রকাশিত: ১৪ November ২০২২ ০৭:৫৫

‘তোমার হাত পাখার বাতাসে মন জুড়িয়ে আসে’ গানখ্যাত কন্ঠশিল্পী আকবর মারা গেছেন (ইন্না লিল্লাহি ... রাজিউন)।

আজ রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে তিনটার সময় মারা যান।
 হাসপাতাল ও পারিবারিক সূত্র জানায়, বারডেম থেকে বিএসএমএমইউর আইসিইউতে স্থানান্তর করার পর ভর্তির প্রসিডিউর করার আগেই তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
সূত্র জানায়,গত বুধবার থেকে আকবর লাইফ সার্পোটে ছিলেন। জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ তে গান গেয়ে পরিচিতি পান আকবর। ডায়াবেটিসসহ নানা অসুখে  তিনি দীর্ঘদিন অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন ছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আকবরের চিকিৎসার জন্য ২০ লাখ টাকা অনুদান দিয়েছিলেন।
আকবরের মরদেহ হাসপাতাল থেকে রাজধানীর মিরপুর ১৩ নং সেকশনের তার বাসভবনে নিয়ে যাওয়া হবে। সেখানে প্রথম জানাযার পর যশোর কোতোয়ালি থানায় নিজ গ্রাম সজলপুরে মায়ের কবরের পাশে সমাহিত করা হবে।



আপনার মূল্যবান মতামত দিন: