odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

রাতের এবং দিনের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে

odhikarpatra | প্রকাশিত: ২৬ December ২০২২ ০৬:১৫

odhikarpatra
প্রকাশিত: ২৬ December ২০২২ ০৬:১৫

ঢাকা, ২৫ ডিসেম্বর, ২০২২  : আজ রোববার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেন্টিমিটার বৃদ্ধি পেতে পারে। অন্যদিকে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

এছাড়া পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক প্রধানত থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় সারা দেশে কোথাও কোন বৃষ্টিপাত হয়নি।
রোববার শ্রীমঙ্গলে সর্বোচ্চ তাপমাত্রা ২৮ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস এবং দিনাজপুরে সর্বনিন্ম ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিন্মচাপটি দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ ( ২৫ ডিসেম্বর) সকাল ৬ টায় একই এলাকায় (অক্ষাংশ ৯.১ ডিগ্রি উত্তর এবং দ্রাঘিমাংশ ৮২.৪ ডিগ্রি পূর্ব) অবস্থান করছিল। এটি পশ্চিম-দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হয়ে শ্রীলংকা উপকূল অতিক্রম করতে পারে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
পরবর্তী ৭২ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আজ ঢাকায় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯২ শতাংশ।
ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১৮ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬ টা ৩৯ মিনিটে।



আপনার মূল্যবান মতামত দিন: