odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 13th November 2025, ১৩th November ২০২৫

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন আর নেই

odhikarpatra | প্রকাশিত: ৩১ December ২০২২ ০৫:৫৩

odhikarpatra
প্রকাশিত: ৩১ December ২০২২ ০৫:৫৩

 

আহমেদাবাদ, ৩০ ডিসেম্বর, ২০২২  : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন শুক্রবার দেশটির আহমেদাবাদের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৯ বছর। খবর পিটিআই’র।

খবরে বলা হয়, হীরাবেন প্রধানমন্ত্রীর ছোট ভাই পঙ্কজ মোদির সাথে গান্ধীনগরের কাছে রায়সান গ্রামে থাকতেন।
গুজরাটে অধিকাংশ সফর চলাকালে মোদি নিয়মিতভাবে তার মায়ের সাথে সময় কাটাতে রায়সানে যেতেন।
হীরাবেন ১৯২৩ সালের ১৮ জুন গুজরাটের মেহসানার ভাদনগরে জন্মগ্রহণ করেন।



আপনার মূল্যবান মতামত দিন: