odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

বিপিএল এর উইকেট নিয়ে সন্তুষ্ট মাশরাফি

odhikarpatra | প্রকাশিত: ১২ January ২০২৩ ০৯:৫০

odhikarpatra
প্রকাশিত: ১২ January ২০২৩ ০৯:৫০

ঢাকা, ১১ জানুয়ারি ২০২৩  : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের নবম আসর শুরুর আগ থেকে বেশ কিছু বিষয় নিয়েই সমালোচনা চলছিলো। গতরাতে বিপিএল ঢাকার প্রথম পর্ব শেষ হয়েছে। প্রথম পর্বে ঢাকাতে অনুষ্ঠিত ৮ ম্যাচের উইকেটের প্রশংসা করেছেন  সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

গত রাতে ঢাকা পর্বের শেষ ম্যাচে ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে  ম্যাচে আগে  ব্যাট করে সিলেট ২০ ওভারে ৮ উইকেটে সর্বোচ্চ ২০১ রান করে। এবারের আসরে এটিই প্রথম ২শ রানের দলীয় ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ রানও করেছিলো সিলেট। ফরচুন বরিশালের ১৯৪ রানের টার্গেট  টপকে জয় পেয়েছিল  সিলেট।
এছাড়া এবারের বিপিএলে ১৫০ রানের বেশি দলীয় রান হয়েছে বেশক’টি ম্যাচে। এজন্য এবারের বিপিএলের উইকেটের প্রশংসা করতে ভুল করেননি মাশরাফি। এমন উইকেট হলে টি-টোয়েন্টি খেলোয়াড় তৈরি হবে মনে করছেন  ম্যাশ।
গতরাতে ঢাকার বিপক্ষে ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে মাশরাফি বলেন, ‘উইকেট ভালো হলে খেলাটা সহজ হয়। এমনিতে উইকেট তো চট্টগ্রামে গেলেই শুধু ভালো পাওয়া যায়। এরকম উইকেট (মিরপুরে) তো পাওয়া যায় না। গত তিন দিন যে উইকেট আমরা দেখলাম, দারুণ উইকেট। এরকম উইকেট হলে আমাদের টি-টোয়েন্টি ক্রিকেটার তৈরি হবে। এটা খুব ভালো দিক যে এত সমালোচনার মধ্যেও মাঠের খেলাটা ঠিক আছে। উইকেট ভালো।’
তিনি আরও বলেন, ‘ব্যাটাররা ভালো ব্যাটিংয়ের সুযোগ পাচ্ছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ বিষয়-বোলারদের জন্যও ভালো হচ্ছে। এরকম উইকেটে খেলা হলে বোলারদেরও সামর্থ্য বাড়বে, তাদের উন্নতি হবে। এবার হাজার কথার ভেতরেও এই একটা ব্যাপার যে অন্তত উইকেট ভালো, খেলাটা ভালো হচ্ছে।’
বিপিএলে প্রথম চার ম্যাচেই জয় পেয়েছে মাশরাফির সিলেট। এরমধ্যে তিন ম্যাচেই দুর্দান্ত ব্যাটিংয়ে সেরার পুরস্কার জিতে নিয়েছেন সিলেটের ব্যাটার তৌহিদ হৃদয়। গতরাতে ঢাকার বিপক্ষে ৪৬ বলে ৮৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। হৃদযের প্রশংসাও ঝড়লো মাশরাফির কন্ঠে, ‘হৃদয়কে আমরা স্বাধীনতা দিয়েছি। আগের ম্যাচে উইকেটে গিয়ে প্রথম বলেই ছক্কা মেরেছে। ঐ শটে যদি আউট হতো, আমরা ওকে কিছুই বলতাম না। এভাবে পাশে থাকা প্রয়োজন। আমাদের দল থেকে, বিশেষ করে আমি যতক্ষণ আছি,  যেভাবে চায়, সেভাবে নিজেকে মেলে ধরতে পারে।



আপনার মূল্যবান মতামত দিন: