odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

বাবর-সিভার আইসিসির বর্ষসেরা ক্রিকেটার

odhikarpatra | প্রকাশিত: ২৭ January ২০২৩ ০৬:৪৪

odhikarpatra
প্রকাশিত: ২৭ January ২০২৩ ০৬:৪৪

দুবাই, ২৬ জানুয়ারি ২০২৩  : ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ২০২২ সালের বর্ষসেরা ক্রিকেটার  নির্বাচিত হয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। গেল বছর আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাটে ব্যাট হাতে দুর্দান্ত পারফরমেন্সের স্বীকৃতি হিসেবে  বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে স্যার গারফিল্ড ট্রফি জিতেছেন বাবর।

নারী বিভাগে  আইসিসির বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের ন্যাট সিভার।
বাবরের সাথে বর্ষসেরা ওয়ানডে খেলোয়াড়ের মনোনায়ন পেয়েছিলেন ইংল্যান্ডের বেন স্টোকস, নিউজিল্যান্ডের টিম সাউদি ও জিম্বাবুয়ের সিকান্দার রাজা। তাদেরকে পেছনে ফেলেন সেরা মুকুট পড়লেন বাবর।
ব্যাট হাতে বেশ কিছু রেকর্ড গড়ে তিন ফরম্যাটে একমাত্র ক্রিকেটার হিসেবে গেল বছর দুই হাজার রানের মাইলফলক স্পর্শ করেন বাবর। তিন ফরম্যাট মিলিয়ে ৪৪ ম্যাচে ৮টি সেঞ্চুরি ও ১৫টি হাফ-সেঞ্চুরিতে ৫৪ দশমিক ১২ গড়ে  ২৫৯৮ রান করেছেন বাবর। 
গত বছর  ৯ টেস্টের ১৭ ইনিংসে ৪টি সেঞ্চুরি ও ৭টি হাফ-সেঞ্চুরিতে ১১৮৪ রান, ৯ ওয়ানডেতে ৩ সেঞ্চুরি ও ৫ হাফ-সেঞ্চুরিতে ৬৭৯ রান এবং ২৬ টি-টোয়েন্টিতে ১টি সেঞ্চুরি ও ৫টি হাফ-সেঞ্চুরিতে ৭৩৫ রান করেন বাবর।



আপনার মূল্যবান মতামত দিন: