odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে নিহতদের স্মরণে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক পালন

odhikarpatra | প্রকাশিত: ১০ February ২০২৩ ০৭:২৪

odhikarpatra
প্রকাশিত: ১০ February ২০২৩ ০৭:২৪

ঢাকা, ৯ ফেব্রুয়ারি, ২০২৩ : তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে বিপুল প্রাণহানির ঘটনায় আজ বৃহস্পতিবার রাষ্ট্রীয়  শোক পালন করেছে বাংলাদেশে। 

সকাল থেকে বাংলাদেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি- বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।
এর আগে বুধবার (৮ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বাংলাদেশে বৃহষ্পতিবার (৯ ফেব্রুয়ারি) একদিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দেওয়া হয়।
এছাড়াও নিহতদের আত্মার শান্তির জন্য দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
গত সোমবার (৫ ফেব্রুয়ারি) ভোর ৪টা ১৭ মিনিটে তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। দেশ দুটিতে চলতি শতাব্দির ভয়াবহতম এ ভূমিকম্পে নিহতের সংখ্যা এরই মধ্যে ১৫ হাজার ছাড়িয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: