odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

‘বাংলাদেশ বিশ্বমানের দল’

MASUM | প্রকাশিত: ১৪ August ২০১৭ ০৯:১৬

MASUM
প্রকাশিত: ১৪ August ২০১৭ ০৯:১৬

 

ক্রীড়া ডেস্ক :কয়েকদিনের মধ্যেই বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। বর্তমানে তারা অনুশীলন ক্যাম্প করছে। এই সফরে আসার আগে বাংলাদেশের ভূয়সী প্রশংসা করছে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। সেই তালিকায় এবার যুক্ত হলেন পেসার জস হাজলেউড। আজ রোববার তিনি জানিয়েছেন বাংলাদেশ বিশ্বমানের দল। বাংলাদেশকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই।

হাজলেউড বলেন, ‘তারা বিশ্বমানের দল। তাদের দলে বেশ ভালো কিছু খেলোয়াড় আছে। চ্যাম্পিয়নস ট্রফিতে তারা দারুণ খেলেছে। ঘরের মাঠে তারা টেস্টে ভালো করছে। তাদেরকে আমরা হালকাভাবে নিতে পারি না। নিবও না, নিশ্চিত।’

১৭ আগস্ট বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে অস্ট্রেলিয়া দলের। ২২ আগস্ট থেকে প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে অসিদের। এরপর ২৭ আগস্ট প্রথম টেস্টে মিরপুরে মুখোমুখি হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। দ্বিতীয় টেস্টটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। যা শুরু হবে ৪ সেপ্টেম্বর।



আপনার মূল্যবান মতামত দিন: