odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

ধোনিভক্তদের হাতে নাজেহাল ভারতীয় নির্বাচক

MASUM | প্রকাশিত: ১৫ August ২০১৭ ২১:০৯

MASUM
প্রকাশিত: ১৫ August ২০১৭ ২১:০৯


ধোনির ক্যারিয়ার এখন পড়ন্ত। অনেকদিন ধরেই ব্যাটে সেভাবে রান পাচ্ছেন না ক্যাপ্টেন কুল। ধোনির নিভুনিভু ক্যারিয়ারটাকে আরো শঙ্কায় ফেলে দিয়েছেন ভারতীয় জাতীয় দলের প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ। ধোনির বিকল্প খুঁজতে হবে বলে মত প্রকাশ করেছিলেন তিনি। শ্রীলঙ্কা সফরের দলে জায়গা হয়নি যুবরাজ সিংয়ের। বলাই বাহুল্য, ব্যাটে রান না করতে পারলে যুবরাজের মতোই পরিণতি হবে ধোনিরও। ভারতীয় দলের সাবেক অধিনায়ককে সতর্ক করে প্রধান নির্বাচক প্রসাদ বলেন, ‘ধোনিকে ব্যাট হাতে রান করতে হবে। সে এখন আর অটোমেটিক চয়েস নয়। পারফর্ম না করতে পারলে তার বিকল্প খুঁজতে হবে। ব্যাটে রান থাকলে তার জায়গা নিয়ে প্রশ্ন উঠবে না।’

তবে ধোনির বিদায় কথাটা মেনে নিতে পারছেন না তাঁর গুণমুগ্ধরা। ধোনির পক্ষ হয়ে প্রধান নির্বাচককে একহাত নিয়েছেন ভারতের ক্রিকেটভক্তরা। একটা পর্যায়ে তো প্রধান নির্বাচকের যোগ্যতা নিয়েই প্রশ্ন তুলেছেন তাঁরা। কুলবিন্দর সিং নামে একজন টুইটারে লিখেছেন, ‘এই মানুষটা বলছে ধোনি ভারতের অটোমেটিক চয়েস নয়? প্রসাদ সাহেব অন্যকে এই কথা বলার আগে নিজের ক্যারিয়ারের পরিসংখ্যানটা দেখে নিন।’ একজন তো বলেই দিলেন, প্রধান নির্বাচকের নাকি স্টেডিয়ামে ঢোকারও যোগ্যতা নেই। চিল্লনবাবা বলেন, ‘ধোনিকে অটোমেটিক চয়েস না বলা প্রসাদ কি ধোনির মতো স্ট্যাম্পিং করতে পারবেন? ধোনির রেকর্ড বিচার করলে তো তাঁর (প্রসাদ) স্টেডিয়ামে ঢোকারই যোগ্যতা নেই।’

এমএসডিয়ান নামে একজন অভিযোগ করেছেন, প্রসাদ নাকি ধোনির ক্যারিয়ার শেষ করে দেওয়ার ষড়যন্ত্র করছেন। তিনি বলেন, জোর করে তাঁর (ধোনি) কাছ থেকে অধিনায়কত্ব কেড়ে নেওয়া হয়েছে। প্রসাদ এখন তাঁকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার চাপ প্রয়োগ করছেন।’

প্রসাদের সঙ্গে ধোনির ক্যারিয়ারের পরিসংখ্যান তুলে মাকেশ কুমার পাণ্ডে নামে একজন বলেন, ‘একজন ক্রিকেটার যিনি কিনা মাত্র ছয়টি টেস্ট ও ১৭টি ওয়ানডে খেলেছেন তিনি ধোনি, যুবরাজ, রায়নাদের মতো ক্রিকেটার সম্পর্কে মন্তব্য করেন কীভাবে?’ শানু কুমার নামে একজন টুইট করেন, ‘ধোনি সম্পর্কে মন্তব্য করা এই এমএসকে কে? সে নির্বাচক হতে পারে, মনে রাখতে হবে ধোনি একটি অনুপ্রেরণার নাম।’



আপনার মূল্যবান মতামত দিন: