odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

দুই চূড়ান্ত পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে সাত কলেজ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৪ March ২০২৩ ০২:৪৯

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪ March ২০২৩ ০২:৪৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি সাতটি কলেজের ২০১৯ সালের মাস্টার্স প্রথম পর্বের চূড়ান্ত পরীক্ষা ও ২০১৯ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ চূড়ান্ত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।

শুক্রবার (৩ মার্চ) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর থেকে এ সময়সূচি প্রকাশ করা হয়। ঢাবির পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ছানাউল্লাহর সই করা প্রকাশিত ওই রুটিন অনুযায়ী মাস্টার্স প্রথম পর্বের চূড়ান্ত পরীক্ষা আগামী ১২ মার্চ শুরু হয়ে শেষ হবে ৫ এপ্রিল পর্যন্ত। আর ২০১৯ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ চূড়ান্ত পরীক্ষা ১২ মার্চ শুরু হয়ে চলবে ২৮ এপ্রিল পর্যন্ত। পরীক্ষা শুরু হবে সকাল ১০টা থেকে এবং প্রশ্নপত্রে উল্লেখিত সময়কালই পরীক্ষার সময়কাল হিসেবে বিবেচিত হবে।



আপনার মূল্যবান মতামত দিন: