odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

বিচারকার্য শুরু ক্রিকেটার আলামিনের

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৬ March ২০২৩ ০৩:১০

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬ March ২০২৩ ০৩:১০

যৌতুকের জন্য স্ত্রীকে মারধরের মামলায় বাংলাদেশ ক্রিকেট দলের পেসার আল আমিন হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮–এর বিচারক বেগম মাফরোজা পারভীন আজ রোববার এ আদেশ দেন। ৯ এপ্রিল মামলার সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেছেন আদালত।

অভিযোগ গঠনের সময় আসামি আল আমিন নিজেকে নিরপরাধ দাবি করে আদালতের কাছে ন্যায়বিচার চান।যৌতুকের জন্য মারধরের অভিযোগে গত বছরের ২ সেপ্টেম্বর আল আমিনকে আসামি করে মিরপুর থানায় মামলা করেন স্ত্রী ইসরাত জাহান। ইসরাত জাহান মামলায় দাবি করেন, আল আমিনের সঙ্গে তাঁর বিয়ে হয় ২০১২ সালে। পরে তাঁদের দুটি সন্তান হয়। গত বছরের ২৫ আগস্ট আল আমিন তাঁর কাছে ২০ লাখ টাকা যৌতুক চান। টাকা না দেওয়ায় তাঁকে মারধর করেন আল আমিন।

যৌতুকের জন্য মারধর করার অভিযোগ ও ভরণপোষণ চেয়ে গত বছরের ৭ সেপ্টেম্বর আল আমিনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে আরেকটি মামলা করেন ইসরাত জাহান। ২৭ সেপ্টেম্বর আদালতে আত্মসমর্পণ করে জামিন পান আল আমিন। পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইনের মামলার আরজিতে বলা হয়েছে, দুই সন্তানের খরচসহ প্রতি মাসে ৬০ হাজার টাকা ভরণপোষণ চান বাদী।



আপনার মূল্যবান মতামত দিন: