odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

বিসিএল শিরোপা জয় দক্ষিণাঞ্চলের

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৮ March ২০২৩ ০৯:১৮

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮ March ২০২৩ ০৯:১৮

মঞ্চটা তৈরিই ছিল দক্ষিণাঞ্চলের জন্য। দরকার ছিল শুধু মধ্যাঞ্চলের বাকি ৭টা উইকেট নেওয়া, তাহলেই ষষ্ঠবারের মতো বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ট্রফি আসবে ঘরে, হিসাবটা এমনই ছিল দক্ষিণাঞ্চলের।

আজ কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে সেই হিসাব মেলাতে ভুল করেনি দক্ষিণাঞ্চল।৭৪ রানে ৫ উইকেট নিয়ে দিনটাকে নিজের করে নিয়েছেন খালেদ আহমেদ, নিশ্চিত করেছেন তাঁর দলের জয়ও। ইনিংস ও ৩৩ রানে জিতে শিরোপা-উৎসবে মেতেছে দক্ষিণাঞ্চল।

খালেদের তোপে পড়ে মধ্যাঞ্চল অলআউট ২৩৭ রানে। প্রথম শ্রেণির ক্রিকেটে ১০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন খালেদ। ফলোঅনে নেমে গতবারের চ্যাম্পিয়ন মধ্যাঞ্চল তৃতীয় দিন শেষ করেছিল দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ৬৪ রান তুলে। ইনিংস ব্যবধানে হার এড়াতে আরও ২০৬ রান দরকার ছিল তাদের। আজ শরিফুল্লাহ (৬৩) ও আবু হায়দার (৭৭) ফিফটি করে ইনিংস পরাজয় এড়ানোর আশা জাগিয়েছিলেন কিছুক্ষণের জন্য। কিন্তু শেষ পর্যন্ত দুজনের চেষ্টা বৃথা যায়।এর আগে ৫ উইকেটে ৫০০ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে দক্ষিণাঞ্চল। ওপেনার সাদমান ইসলাম প্রথম শ্রেণির ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি করেন, আউট হওয়ার আগে খেলেন ২৪৬ রানের ম্যারাথন ইনিংস। বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে প্রথম শ্রেণির ইনিংসে সবচেয়ে বেশি সময় (৬৭৪ মিনিট) ক্রিজে থাকার রেকর্ডও করেন সাদমান।

সেঞ্চুরি করেন দক্ষিণাঞ্চলের অভিজ্ঞ ব্যাটসম্যান মার্শাল আইয়ুবও, অপরাজিত ছিলেন ২১৪ বলে ১২০ রান করে। জবাব দিতে নেমে ২৩০ রানে থেমে যায় মধ্যাঞ্চলের প্রথম ইনিংস। দক্ষিণাঞ্চলের বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম নেন ৩ উইকেট।
ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন সাদমান। বিসিএল–জুড়ে ধারাবাহিকভাবে রান করা মধ্যাঞ্চলের জাকের আলী হয়েছেন টুর্নামেন্ট–সেরা খেলোয়াড়।



আপনার মূল্যবান মতামত দিন: