odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

মেসির যে কথা শুনে কেঁদেছিলেন মার্টিনেজ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০ March ২০২৩ ২২:১৪

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ March ২০২৩ ২২:১৪

কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলকে হারিয়ে ২৮ বছর পর কোনো বড় শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। লিওনেল মেসি পেয়েছিলেন ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক শিরোপা। এই ম্যাচের আগেই সতীর্থদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছিলেন অধিনায়ক মেসি।

এই দলের সদস্য ছিলেন সেই সময়ে সদ্য বাবা হওয়া এমিলিয়ানো মার্টিনেজ। ফাইনাল খেলার জন্য তিনি নিজের মেয়েকে পর্যন্ত দেখতে যাননি। এই গোলকিপারের এমন ত্যাগের কথা উল্লেখ্য করে মেসি বলেছিলেন, মার্টিনেজের জন্য হলেও তাদের শিরোপা জেতা উচিত।

অধিনায়কের এমন বক্তব্যে আবেগঘন হয়ে পড়েছিলেন মার্টিনেজ। একই সঙ্গে মেসির এই বাক্যগুলো বেশ অনু্প্রাণিতও করেছে দলের সদস্যদের। সম্প্রতি গোল ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন মার্টিনেজ।

তিনি বলেন, সত্যিই আমি অনুভব করেছি যে, আমি কাঁদতে ছিলাম। কারণ মেসি আমার মেয়ের কথা উল্লেখ করেছিল। আমার স্ত্রী (কোপা আমেরিকা) ফাইনালের ১০ দিন আগে মেয়ের জন্ম দিয়েছিল। মেসি বলেছিল, এখানে আমাদের সঙ্গে থাকার জন্য সে তার নবজাতক কন্যাকে দেখেনি, এটা নিশ্চিত কর যেন কোপার শিরোপা আমরা তাকে উপহার দিতে পারি।



আপনার মূল্যবান মতামত দিন: