odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

জবি মনোবিজ্ঞান রিসার্চ ক্লাবের সভাপতি মাহবুবা প্রমা, সা:সম্পাদক এইচএম তৌফিকুর রহমান

জবি প্রতিনিধি | প্রকাশিত: ১৩ March ২০২৩ ০৪:৪০

জবি প্রতিনিধি
প্রকাশিত: ১৩ March ২০২৩ ০৪:৪০

জগন্নাথ বিশ্ববিদ্যালয় মনোবিজ্ঞান বিভাগ রিসার্চ ক্লাবের ২০২৩-২৪ এর জন্য কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ১২ ই মার্চ, রবিবার বিভাগের সেমিনার কক্ষে  বিভাগের চেয়ারম্যান ও অন্যান্য শিক্ষকদের উপস্থিতিতে এই কমিটি গঠন করা হয়। আগামী এক বছরের জন্য সভাপতি পদে মনোবিজ্ঞান বিভাগের ১২ তম ব্যাচের শিক্ষার্থী মাহবুবা প্রমাকে এবং সাধারণ সম্পাদক পদে মনোবিজ্ঞান বিভাগের ১৩ তম ব্যাচের শিক্ষার্থী এইচ এম তৌফিকুর রহমান কে নির্বাচিত করা হয়েছে। কমিটি ঘোষণা করেন উক্ত ক্লাবের কো-অর্ডিনেটর সহযোগী অধ্যাপক ড.সামসাদ আফরিন হিমি। কমিটি ঘোষণার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ আকরাম উজ্জামান।তিনি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে কয়েকটি বিভাগ গবেষণায় এগিয়ে তার মধ্যে মনোবিজ্ঞান বিভাগ অন্যতম। আমি অত্যন্ত আনন্দিত যে, আমার মেয়াদে সবার প্রচেষ্টায় এই ক্লাব যাত্রা করতে পেরেছে৷তোমরা শুধু মনোবিজ্ঞানই নয়, তোমাদের জ্ঞান আহরণের জায়গাটি উন্মুক্ত রাখবে।বর্তমান চাকরির বাজারে এককেন্দ্রিক পড়াশোনা করে চাকুরি পাওয়া মুশকিল।তাই সবদিকেই ভাবতে হবে। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে তিনি তাঁর বক্তব্য শেষ করেন।
এসময় উপস্থিত ছিলেন বিভাগের শিক্ষক সহকারী অধ্যাপক  রাজেকা ফেরদৌস তানি, সহকারী অধ্যাপক বিজন বাড়ৈ।
উক্ত আংশিক কমিটির অন্যান্য সদস্য হলেন, সহ-সভাপতি মেহেদী হাসান, অর্থ সম্পাদক আনতাজ হেনা আঁখি, দপ্তর সম্পাদক মেশকাতুল জান্নাত শুভ,  প্রচার সম্পাদক সৈয়দ রাকিবুজ্জামান রকি, কার্যনির্বাহী সদস্য ফয়সাল আহমেদ এবং জাকিয়া সুলতানা ইতি৷



আপনার মূল্যবান মতামত দিন: