odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

আবারও জাতীয় দলে ইব্রাহিমোভিচ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৬ March ২০২৩ ০৪:১০

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ March ২০২৩ ০৪:১০

তাঁর ক্লাব ক্যারিয়ারেরই শেষ দেখে ফেলেছিলেন অনেকে। হাঁটুর চোটে ৯ মাস বাইরে থাকার পর এসি মিলানের হয়ে মাঠে ফিরেছেন গত মাসের শেষ সপ্তাহে।এবার সুইডেন জাতীয় দলেও ডাক পেলেন জ্লাতান ইব্রাহিমোভিচ।

৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড এ মাসে বেলজিয়াম ও আজারবাইজানের বিপক্ষে ম্যাচের দলে আছেন।ম্যাচ দুটি ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপ বাছাইয়ের অংশ। সর্বশেষ গত বছরের মে মাসে জাতীয় দলে খেলেছিলেন তিনি।

দীর্ঘদিন খেলার বাইরে থাকা ইব্রাকে জাতীয় দলে ডাকার বিষয়ে সুইডেন কোচ ইয়ান অ্যান্ডারসন বলেন, ‘ফেরার পর মিলানের হয়ে তিন ম্যাচে অনেকটা সময় মাঠে কাটিয়েছে। বেশ কিছুদিন খেলার বাইরে থাকলেও এই মুহূর্তে সে নিজেকে খেলার মতো প্রস্তুত–বোধ করছে, শরীরও সায় দিচ্ছে। এ কারণে আমার মনে হয়েছে, সে দলের জন্য অবদান রাখতে পারবে।মাঠের ভেতরে তো বটেই, মাঠের বাইরেও।’

গত বছর এসি মিলানের হয়ে সিরি আ জেতেন ইব্রা। ক্লাবের সঙ্গে চুক্তি নবায়নও করেন চলতি মৌসুম পর্যন্ত। তবে হাঁটুর চোটে অস্ত্রোপচারের কারণে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে যেতে হয় তাঁকে। ফেরার পর মিলানের হয়ে এখন পর্যন্ত খেলেছেন ৬৮ মিনিট।ইব্রা সুইডেনের হয়ে শেষবার আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন গত বছরের মে মাসে। ২০০১ সালে আন্তর্জাতিক ফুটবলে পা রাখা এই স্ট্রাইকার ২০১৬ ইউরোর পর অবসরের ঘোষণা দিয়েছিলেন। পরে নানা নাটকীয়তার পর ২০২১ সালে আবার জাতীয় দলে ফেরেন। অংশ নেন ২০২২ বিশ্বকাপ বাছাইয়ে।এখন পর্যন্ত সুইডেনের হয়ে ১২১ ম্যাচে ৬২ গোল করেছেন ইব্রা।



আপনার মূল্যবান মতামত দিন: