odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 13th November 2025, ১৩th November ২০২৫

কী খাবেন সেহরিতে!

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৪ March ২০২৩ ২২:৩৮

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৪ March ২০২৩ ২২:৩৮

শুরু হয়েছে পবিত্র রমজান মাস।  এখন যেহেতু গরমের সময় তাই সেহরি-ইফতারে খাবারের নিয়ে সতর্ক থাকা প্রয়োজন। তা না হলে দেখা দিতে পারে পেটের নানা সমস্যা ।তাই স্বাস্থ্যকর খাবার খেতে হবে।

পুষ্টিবিদদের মতে, সেহরিতে এমন কিছু খাবার খাওয়া প্রয়োজন যা দিনভর শরীরে শক্তি বজায় রাখবে এবং ক্ষুধাও কম অনুভূত হবে। এমন কিছু খাবার হলো:

খেজুর: রোজায় খেজুর খুবই গুরুত্বপূর্ণ। সেহরিতে খেজুর খেলে দিনভর কর্মক্ষম থাকার শক্তি পাওয়া যায়।

তরমুজ : তরমুজে র্পাপ্ত পরিমাণে পানি থাকায় সারাদিন শরীরে আর্দ্রতা বজায় রাখতে সহায়তা করে।

আপেল : আপেলে পর্যাপ্ত পরিমাণে ফাইবার ও ভিটামিন সি থাকায় এই ফলও শরীরে আর্দ্রতা বজায় রাখে।

রুটি : রুটিতে ফাইবার ও কার্বোহাইড্রেট থাকে। সেহরিতে ফাইবার ও কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাওয়া ভালো। এতে পেট অনেকক্ষণ ভরা অনুভূত হবে।

কলা: সেহরিতে কলাও খেতে পারেন। এই ফলও দীর্ঘক্ষণ পেট ভরা রাখে।

ভাত -ডাল: সেহরিতে চাইলে ভাত, ডাল, মুরগির মাংস ও সবজি রাখতে পারেন। পাশাপাশি প্রোটিন এবং সামান্য ফ্যাটও খেতে পারেন।

পর্যাপ্ত পানি পান: যেহেতু এখন গরমের সময় এ কারণে সেহরিতে পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন এবং তরল খাবার খান। এতে শরীরে পানিশূন্যতা রোধ হবে। 



আপনার মূল্যবান মতামত দিন: