odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫

সিশেলসের বিপক্ষে প্রীতি ম্যাচে ১-০ ব্যবধানে জিতেছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৫ March ২০২৩ ২৩:৫৬

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ March ২০২৩ ২৩:৫৬

গতকাল সংবাদ সম্মেলনে হাভিয়ের কাবরেরা বলেছিলেন, অন্তত ১-০ গোলের ব্যবধানে হলেও জিততে। যেভাবেই হোক জয় দরকার। বাংলাদেশ কোচের চাওয়াই পূরণ হয়েছে। সিশেলসের বিপক্ষে প্রীতি ম্যাচে ডিফেন্ডার তারিক কাজীর একমাত্র গোলে ১-০ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। আগামী ২৮মার্চ সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল।

প্রায় এক বছর ঘরের মাঠে খেলতে নেমে জয়ের স্বাদ পেল বাংলাদেশ। সবশেষ ২০২০ সালে ঘরের মাঠে নেপালের বিপক্ষে জিতেছিল লাল-সবুজের দল। আর গত বছরের সেপ্টেম্বরে কম্বোডিয়ার বিপক্ষে ১-০ ব্যবধানে জয় পায় বাংলাদেশ। হাভিয়ের কাবরেরার অধীনে ৯ ম্যাচে এটি দ্বিতীয় জয়। হার পাঁচটি এবং ড্র দুইটিতে। 



আপনার মূল্যবান মতামত দিন: