odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

পারফরম্যান্সের কারণেই বাদ পড়েছে আফিফ:হাতুরাসিংহে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৬ March ২০২৩ ২৩:১৪

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ March ২০২৩ ২৩:১৪

জাতীয় দল থেকে আফিফের বাদ পড়ার কারণ জানিয়ে হাতুরাসিংহে বলেন, ‘তার চেহারার কারণে নয়, পারফরম্যান্সের কারণেই দল থেকে বাদ পড়েছে। যে কেউ বাদ পড়লে পারফরম্যান্সের কারণেই পড়ে। তবে কখনো কখনো আবার টেক্টিক্যাল কারণও থাকে। যদি আমরা আলাদা কিছু করতে চাই, আলাদা কাউকে দেখতে চাই; এটাও কখনো কখনো কারণ হয়।

আয়ারল্যান্ডের সঙ্গে সিরিজের প্রথম দুই ওয়ানডের একাদশে ছিলেন না বাংলাদেশের বাঁহাতি ব্যাটার আফিফ হোসেন। তৃতীয় ও শেষ ওয়ানডের আগেই তাঁকে সিলেট থেকে ঢাকায় ফেরত পাঠানো হয়। এরপর আইরিশদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করে বিসিবি, সেখানেও জায়গা হয়নি তার। প্রতিভাবান এই ব্যাটারের বাদ পড়া নিয়ে এবার মুখ খুললেন বাংলাদেশের প্রধান কোচ চন্দিকা হাতুরাসিংহে।

আফিফকে ফের জাতীয় দলে ফেরার উপায়ও বলে দিয়েছেন বাংলাদেশ কোচ। তিনি বলেন, ‘সে দলের বাইরে আছে এখন। তার এখন যা করা দরকার, তাই করতে হবে। গিয়ে রান করতে হবে। আমি তার সঙ্গে কিছু জায়গায় উন্নতির ব্যাপারে কথা বলেছি। যদি সে এটা করতে পারে, আর যদি দলে কাউকে লাগে। সেক্ষেত্রে সবার মতোই সেও সুযোগ পাবে।’



আপনার মূল্যবান মতামত দিন: