odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

ডিপিএলে বিধ্বংসী রুপে মাশরাফি বিন মর্তুজা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৭ March ২০২৩ ২২:২৮

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ March ২০২৩ ২২:২৮

সোমবার মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে পাঁচ উইকেট নিয়েছেন মাশরাফি। লিস্ট ‘এ’ ক্রিকেটে এ নিয়ে ষষ্ঠবার ফাইফার পেলেন তিনি।ঢাকা প্রিমিয়ার লিগে এসেও বিপিএলের সেই বিধ্বংসী রূপ ধরে রেখেছেন মাশরাফি বিন মর্তুজা।তার পাঁচ উইকেট শিকারে প্রতিপক্ষ মোহামেডান মাত্র ৮০ গুটিয়ে গেছে।

আজকের ৫ উইকেটে এবারের প্রিমিয়ার লিগে ৪ ম্যাচে ১১টি উইকেট পেয়েছেন এ পেসার।এদিন লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে তিনি নেমেছিলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে। ৮.৪ ওভারে ১৭ তিনি নিয়েছেন ৫ উইকেট। একইসঙ্গে ৩ ওভার মেইডেনও পেয়েছেন।

৫০ ওভারের ম্যাচে মোহামেডান খেলেছে কেবল ২২.৪ ওভার। এক সৌম্য সরকার ছাড়া আর কোনো ব্যাটারই লড়াই করতে পারেননি। তিনি করেছেন সর্বোচ্চ ৪১ রান। দুই অংকের ঘর স্পর্শ করেছেন আরেকজন ব্যাটার। ইমরুল কায়েস। তিনি করেছেন কেবল ১১ রান।

পাঁচ উইকেট শিকারের পথে আরও একটি  মাইলফলক স্পর্শ করেছেন মাশরাফি। লিস্ট ‘এ’ ক্রিকেটে পূর্ণ করেছেন সাড়ে চারশ উইকেটের কোটা। এই ম্যাচে নামার আগে উইকেট ছিল ৪৪৭টি। বর্তমানে ৪৫২টি।



আপনার মূল্যবান মতামত দিন: