odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

আশরাফ হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৯ March ২০২৩ ০২:১৪

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৯ March ২০২৩ ০২:১৪

স্পেনে জন্ম নেয়া মরক্কোর তারকা ফুটবলার আশরাফ হাকিমির বিরুদ্ধে ২৪ বছর বয়সী এক নারী ধর্ষণের অভিযোগ করেছেন। গত শনিবার প্যারিসে হাকিমি নিজের বাসায় তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ করেছেন সেই নারী।

পিএসজির মরক্কান ডিফেন্ডার হাকিমি অবশ্য শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছেন। নিজের সম্মান ও ইমেজ আর সংসার বাঁচাতেই হয়তো অভিযোগ অস্বীকার করে সেটিকে মিথ্যা প্রমাণ করতে চাইছেন হাকিমি। কিন্তু শেষ রক্ষা কি হবে?

শেষ পর্যন্ত হাকিমি নির্দোষ প্রমাণিত হবেন কিনা, তা সময়ই বলবে। সেটা হলেও সংসার টিকবে কি না, তার ঠিক নেই। এরই মধ্যে যে তার সংসার ভাঙার উপক্রম হয়েছে। হাকিমির স্ত্রী হিবা আবুক ঘোষণা দিয়েছেন, তিনি ভুক্তভোগীর পক্ষেই থাকবেন।

হাকিমির স্ত্রীর আরও বলেন, আমি সব সময়ই ভুক্তভোগীর পাশে ছিলাম এবং থাকব। অভিযোগের গুরুত্ব বিচারে এখন আমরা সুষ্ঠু বিচারই দাবি করতে পারি।



আপনার মূল্যবান মতামত দিন: