odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬

আর্জেন্টিনার হয়ে মেসির ১০০ তম গোল

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৩০ March ২০২৩ ১১:০৭

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩০ March ২০২৩ ১১:০৭

ফুটবলে কুরাসাও খুব দুর্বল দেশ নয়। ফিফা র‌্যাঙ্কিংয়ে ৮৬তম।ডাচ ক্যারিবিয়ান অঞ্চলের এই দ্বীপ দেশ জিতেছে ক্যারিবিয়ান কাপও।আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসি তাঁর শততম গোলটি পেয়েছেন এই দলের বিপক্ষে, আর আর্জেন্টিনাও জিতেছে ৭-০ গোলে।

১৯৭৫ সালে কোপা আমেরিকায় ভেনিজুয়েলাকে ১১–০ গোলে হারানোর পর ঘরের মাঠে এটাই সবচেয়ে বড় ব্যবধানের জয় আর্জেন্টিনার।আর সব মিলিয়ে ২০১৫ সালের পর এত বড় ব্যবধানে জিতল আর্জেন্টিনা।হিউস্টনে ৮ বছর আগে বলিভিয়াকেও একই ব্যবধানে হারিয়েছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।

শুধু শততম গোল নয়, হ্যাটট্রিকে উপলক্ষ্য রাঙিয়েছেন মেসি।সেটাও প্রথমার্ধেই(৩৭ মিনিটের মধ্যে), আর্জেন্টিনার জার্সিতে এর আগে কখনোই যার (প্রথমার্ধে হ্যাটট্রিক) দেখা পাননি। গত ১৮ ডিসেম্বর কাতারে বিশ্বকাপ জয়ের ঠিক ১০০ দিন পরই আর্জেন্টিনার হয়ে মেসির ১০০তম গোল, কুরাসাওকে আলাদা করে মনে রাখতেই হবে।আর্জেন্টিনার সমর্থকদের অন্তত তাতে আপত্তির কোনো কারণ নেই।



আপনার মূল্যবান মতামত দিন: