odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

লিটনকে অভিনন্দন জানান স্ত্রী সঞ্চিতা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩০ March ২০২৩ ১৯:৩০

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ March ২০২৩ ১৯:৩০

মাত্র ১৮ বলে আয়ারল্যান্ডের বিরুদ্ধে অর্ধশত রান করার পর লিটনকে অভিনন্দন জানান স্ত্রী সঞ্চিতা।ফেসবুক পোস্টে লিটনের স্ত্রী লেখেন, ‘অভিনন্দন স্বামী। হরেকৃষ্ণ।’সেইসঙ্গে চুম্বন এবং নমস্কারের ইমোজিও পোস্ট করেন লিটনের স্ত্রী।

লিটনের সঙ্গে দারুণ এক রেকর্ডের সাক্ষী হয়েছেন রনি তালুকদার। এ দুই ওপেনার বাংলাদেশের হয়ে গড়েছেন নিজেদের দ্রুততম অর্ধশত ও শতরানের রেকর্ড। ২১ বলে ফিফটি স্পর্শ করে বাংলাদেশ। ৪৩ বলে ১০০।লিটন ও রনি ওপেনিং জুটিতে গড়েছেন বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের জুটি (১২৪)।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বুধবার আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি ২০ ম্যাচে আক্ষেপ তাকে স্পর্শ করার আগে নিজেকে নিয়ে গেছেন নতুন উচ্চতায়। মাত্র ১৮ বলে হাফ সেঞ্চুরি করে টি ২০তে এখন বাংলাদেশের দ্রুততম তিনি। 



আপনার মূল্যবান মতামত দিন: