odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫

আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে তামিম নিশ্চিত নয়

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৪ April ২০২৩ ০৪:২৬

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪ April ২০২৩ ০৪:২৬

আগামীকাল শুরু হতে যাওয়া আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে তামিম ইকবাল খেলবেন কি না,সেটি নিশ্চিত নয়। তাঁর ছেলে আরহাম ইকবাল অসুস্থ।তাকে নিয়েই এখন ব্যস্ত আছেন তামিম।

আজ বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউসুস এ কথা জানান, ‘তামিমকে নিয়েও একটু সমস্যা আছে। তার ছেলে খুব অসুস্থ।তাকে নিয়ে সে খুব ব্যস্ত আছে।সে শেষ পর্যন্ত খেলবে কি না নিশ্চিত না।আশা করি হয়তো খেলবে।কিন্তু তারও পারবারিক সমস্যা আছে।’

এদিকে চোটের কারণে আয়ারল্যান্ড টেস্ট খেলা হচ্ছে তাসকিন আহমেদেরও। টি-টোয়েন্টি সিরিজের সময় সাইড স্ট্রেইনের চোটে পড়েন তিনি।যে কারণে চার সপ্তাহ বিশ্রামে থাকতে হবে তাসকিনকে।তাঁর বদলি হিসেবে নেওয়া হয়েছে আরেক পেসার রেজাউর রহমানকে।



আপনার মূল্যবান মতামত দিন: