odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

চোটের কারণে টেস্ট থেকে ছিটকে গেলেন তাসকিন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৪ April ২০২৩ ১০:১৬

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪ April ২০২৩ ১০:১৬

আজ সোমবার ২৮ বছর পূর্ণ হলো জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদের।অথচ জন্মদিনেই দুঃসংবাদ পেলেন তিনি।এ দিনই জানতে পারেন, চোটের কারণে মঙ্গলবার সকাল ১০টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে শুরু হতে যাওয়া একমাত্র টেস্টে তার খেলা হচ্ছে না।

এ ব্যাপারে জাতীয় দলের সহকারী নির্বাচক হাবিবুল বাশার সুমন সংবাদমাধ্যমকে জানান, এখনো আমরা রিপোর্ট হাতে পাইনি। তবে যতদূর জানি, তাসকিনের পুরনো চোট রয়েছে।সাইডস্ট্রেইন ক্যারি করছিল আগে থেকেই।টি-টোয়েন্টি সিরিজে তা আরও একটু বেড়েছে।চাইলে এই টেস্টেও ওকে খেলানো যেত।তবে সেক্ষেত্রে আবার চোট বেড়ে গেলে লম্বা সময়ের জন্য বাইরে চলে যাওয়ার ঝুঁকি থাকত।



আপনার মূল্যবান মতামত দিন: