odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

মাওলানা হোছাইনের সন্ধান চাই

odhikar patra | প্রকাশিত: ১০ April ২০২৩ ১৩:০০

odhikar patra
প্রকাশিত: ১০ April ২০২৩ ১৩:০০

আহসান হাবীব স্টাফ রিপোর্টার : মোঃ হোছাইন পিতাঃ আজিজ উল্যাহ, তাবলিগ ওয়ালাগো বাড়ি, পশ্চিম চরজুবিলী, ৩নং ওয়ার্ড, সুবর্ণচর, নোয়াখালী। কবির হাট বাজারের পূর্ব পাশে অলি মেম্বার গো মসজিদের খতিব ছিলেন তিনি। গত ১৭ মার্চ "কাজী ইয়ার ইন্টারন্যাশনাল" ট্রাভেল হইতে ২০ জন লোকের ওমরাহ ভিসা ও ইয়ার টিকেট নিয়ে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গমণ করেন মাওলানা মোঃ হোছাইন। তিনি ওই ২০ জন ওমরাহ পালনকারীর মুয়াল্লিম ছিলেন। গত ২৭ মার্চ সন্ধার পর ব্যাক্তিগত কাজে মক্কা টাওয়ারে যাওয়ার পর থেকে নিখোঁজ রয়েছেন মুয়াল্লিম মোঃ হোছাইন। মুয়াল্লিম মোঃ হোছাইনের কোন প্রকার খোঁজ না পেয়ে ওমরাহ কাফেলার ১৯ জন লোক নিজ দ্বায়িত্বে ওমরাহ'র বাকি কার্য সম্পাদন করে দেশে ফেরত আসেন, অদ্যবধি মাওলানা হোছাইনের কোন খোঁজ মিলেনি। হোছাইনের বাবা হাফেজ আজিজ উল্যাহ বলেন, হোছাইনের নিখোঁজ সংবাদ শুনার পর সৌদি আরবে বসবাসরত আত্মীয় স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজ করা হয়েছে। কিন্তু তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কেউ হোছাইনের সন্ধান পেলে অনুগ্রহপূর্বক যোগাযোগ করতে বিনীত অনুরোধ করেছেন তার বাবা আজিজ উল্যাহ। মুঠোফোনে যোগাযোগ: হোছাইনের বাবা আজিজ উল্যাহ 01859934147



আপনার মূল্যবান মতামত দিন: