odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬

কলকাতার মূল একাদশে থাকবেন লিটন?

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৩ April ২০২৩ ২০:২৯

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ April ২০২৩ ২০:২৯

প্রথমবারের মতো কলকাতার হয়ে আইপিএল খেলতে গেছেন লিটন দাস। কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে লিটন একাদশে সুযোগ পাবেন কিনা সেটি নিয়ে রয়েছে সন্দেহ। আইপিএলে অংশগ্রহণের লক্ষ্যে দেশ ছাড়ার আগে লিটন নিজেও জানিয়েছেন যদি সুযোগ পান ভালো করার চেষ্টা করবেন। 

এদিকে বাংলাদেশি এই ক্রিকেটার দলের সঙ্গে যোগ দেওয়ার পর থেকে যেন বদলে গেছে কলকাতার অফিশিয়াল ফেসবুক পেজ। 

কলকাতা তাদের অফিশিয়াল ফেসবুক পেজে লিটন দাসকে যেভাবে তুলে ধরছে, তাতে মনে করা হচ্ছে লিটনই যেন কলকাতা দলের সবচেয়ে বড় তারকা। যদিও বাংলাদেশি এই ক্রিকেটারের একাদশে সুযোগ পাওয়া নিয়ে রয়েছে অনিশ্চয়তা। তবে লিটন দাসকে যেভাবে কেকেআর প্রাধান্য দিচ্ছে, তাতে অনেকে মনে করছেন হয়তো লিটন দাস একাদশে সুযোগ পেতেও পারে। 

এখন দেখার বিষয় লিটনকে কলকাতা মূল একাদশে রাখেন কিনা।



আপনার মূল্যবান মতামত দিন: